পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》动邻 কহিল, তুমি আপন প্রভূ পরমেশ্বরের প্রতি নির্ভর না করিয়া সুরিয়ার রাজাতে নির্ভর করিলা, এই জন্যে র্তাহার সৈন্য তোমার হস্তুহইতে পলায়ন করিয়াছে। কুশীয় লোক সকল অনেক রথ ও অশ্বান্ধঢ় সৈন্যদের সহিত কি মহা সৈন্য ছিল না? তথাপি তুমি পরমেশ্বেতে নির্ভর দিলে, তিনি তাহাদিগকে তোমার হন্তে সমপর্ণ করিলেন। কেননা পরমেশ্বরের প্রতি যাহাদের অন্তঃকরণ সরল হয়, তাহাদিগকে বলবান করিতে র্তাহার কৃপাদৃষ্টি পৃথিবীর মধ্যে ইতস্ততে ভুমণ করে, তুমি অজ্ঞানের মত কার্য্য করিয়াছ, এই হেতু ইহার পরে তোমার সহিত অনেক যুদ্ধ উপস্থিত হইবেক, তখন আসা এই কথাতে অত্যন্ত ক্রোধ করিয়া ঐ পথদর্শককে কাস্থাগারে বদ্ধ রাথিল, তাহার রাজত্বের উনচল্লিশ বৎসরে তাহার পাদরোগ জন্মিয় ক্রমশঃ প্রবল হইলেও সে তৎকালে পরমেশ্বরের অন্বেষণ না করিয়া বৈদ্যের অন্বেষণ করতঃ প্রাণত্যাগ করিল। ইহাতে তৎপুত্ৰ যিহোশাফট তাহার উত্তরাধিকারী হইল। খ্ৰীষ্ট জন্মের পূৰ্ব্বে ৯১৪ বৎসর । তাহার মরণানন্তর এলানামক বাশার পুত্র উত্তরাধিকারী হইল, গ্রীষ্ট জন্মের পূৰ্ব্বে ৯৩০ পর বৎসরে সিমি নামক তাহার এক, সেনাপতি মত্তগণের জুনত মধ্যে তাহাকে বধ করিয়া তাহার সিংহাসন অধিকার করিল, পরে সেই সিমি বাশার পরিজন ও আত্মীয় কুটুম্ব সকলকে পরমেশ্বরের পূৰ্ব্বোক্ত বাক্যানুসারে এক কালে বিনষ্ট করিল। S 3