পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

き、)切ア য়ের আত্মা ইলীশাতে বৰ্ত্তিতেছে, পরে তাহারা তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইয়া ভূমিতে দণ্ডবৎ হইল। । পরে মিরিহ নগরস্থ লোকেরাইলীশাকে কহিল, বিনয় করি দেখ এই নগরের স্থান রম্য বটেইহা আমাদের প্রভূ দেখিতেছে, কিন্তু ইহার জল মন্দ ও ভূমি ফলনাশক । তাহাতে সে কহিল, আমার কাছে নূতন এক পাত্ৰ জানিয়া তাহাতে লবণ দেও, পরে তাহ নিকটে আনীত হইলে, সে জলের উনুইতে যাইয় তাহাতে লবণ ফেলিয়া কহিল, পরমেশ্বর কহেন আমি জল ভাল করিলাম অদ্য অবধি ইহা অমৃত তুল্য ও অবিনাশক হইবে । তদবধি সে জল ভাল হইল, তদনন্তর সে তথাহইতে বৈথেলে গেল, তাহাতে পথের মধ্যে গমন কালে কতক গুলিন ক্ষুদ্র দুষ্ট বালকের আসিয়া তাহাকে নিন্দ করিল, তথন সে তাহদের প্রতি দৃষ্টি করিয়া পরমেশ্বরের সেবকের নিন্দ করাতে তাহাদিগকে অভিশাপ দিল । পরে রনহইতে দুই ভল্লুকু আসিয় তাহাদের মধ্যে ৪২ জন বালককে বিদীর্ণ করিল । আহাবের মরণের পরে মোয়াবীয় লোক সকল ইয়ায়েলের রাজা যিহোরামকে স্ট্রাজত্ব দিতে সম্মত না হওয়াতে, তিনি যিহুদা দেশের রাজা বিহসাফটকে আপনার সহকারী করিয়া ঐ লোকদিগকে আক্রমণ করিতে উদ্যত হইল। সে দুই রাজা সসৈন্য হইয়া এদম নামক প্রান্তরে ৭ দিন পর্যন্ত গমন করতঃ জলাভাৰপ্রযুক্ত মহা ক্লেশ সহিতে লাগিল, এই দুর্দশাতে বিহসাফট জিজ্ঞাসা করিল, যাহার প্রমুথাৎ পৰ্বমেশ্বরের অজ্ঞা শুনিতে পাওয়া যায়, এমৎ কোন