পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ रे - রাজা কুশলে ফিরশালম নগরে গেল, তাহাতে যিহু নামক প্রদর্শক তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইয়। ঘৃণাকারিদের প্রতি প্রেম করা, কি তোমার কৰ্ত্তব্য? ইহাতে তোমার প্রতিকূলে পরমেশ্বরের ক্রোধ নির্গত হইয়াছে, তথাপি তোমার সৎকৰ্ম্ম হইয়াছে, তুমি দেশ হইতে দেবগণকে দূর করিয়াছ, ও ঈশ্বরের অন্বেষণ করিতে মনঃ সুস্থির করিয়াছ। আহাবের দুরাচার ও দেবপূজক পরিবারের সহিত যিহসাফটের বিবাহ হইল, একারণ তাহার মরণানন্তর, এই কুকৰ্ম্মের ফল তাহার ৰণশাবলি, পরমেশ্বরের ক্রোধে ভোগ করিতে লাগিল । उमनडुद्र যিহসাফট সৰ্ব্বত্র পুনৰ্ব্বার গমন করিয়া তাহাদের পূর্ক্স পুরুষদের প্রভু, পরমেশ্বরের পক্ষে তাহাদিগকে, ফিরাইয়ী আনিল। এব^ সে দেশে অর্থাৎ যিহুদার প্রাচীর ৰেষ্টিত সকল নগরের সৰ্ব্বত্র বিচার কৰ্ত্তাদিগকে নিযুক্ত করিয়া কহিল, তোমরা যাহ। কৱ, তাহাতে সাবধান হও, কেননা তোমরা মনুষ্যদের জন্যে বিচার করিব না, কিন্তু বিচার করণার্থে, তোমাদের মধ্যে আছেন ষ্ট্রে পরমেশ্বর, তাহার জন্যে করিব। অতএব তোমাদের মধ্যে পরমেশ্বরের ভয় হউক, তোমরা সাবধান হইয়া কৰ্ম্ম কর, আমাদের প্রভু পরমেশ্বরের নিকটে অন্যায় ও মুখাপেক্ষা ও উৎকোচ গ্রহণ হয়না। পরে যিহোসাফট বিরুশালমে পরমেশ্বরের বিচারার্থে ও বিবাদ ভূঞ্জনার্থে লেবীয়দের ও যাজকদের ও সুয়েলের পিতৃ পিতামহাদি প্রধানদের কতক লোককে নিযুক্ত করিল। এব^