পাতা:যিহূদীয় লোকদিগের বৃত্তান্ত সংক্ষেপ সংগ্রহ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8发 কবর দেও। তৎপরে তাহার পুত্রগণকে ডাকিয়া আশীথাদ করিল ; কিন্তু ফ্লুিদাকে ডাকিয়া বিশেষৰূপে আশীস্বাদ করিয়া কহিল। তোমার বণশহইতে প্রভুর অভিষিক্ত যাহাতে জগতের লোক সকল সাজ্জ্বন পাইবে, এমত এক ব্যক্তি উৎপন্ন হইবে। আরো কহিল,হে যিহুদ। তোমার, ভুাতৃগণ তোমাকে প্রশংসা করিবে, যদবধি শীলোর অর্থাৎ সাম্ভুনাকারির আগমন না হয় তাবৎ ঘিস্থদাহইতে রাজদণ্ড ও তাহার বPশহইতে বিচারণধ্যক্ষত। যাইবে না, এব^ তাহার নিকটে লোকের আগমন হইকে। অপর ফাকুব, ইফুয়িম ও মনাস নামক মূষফের দুই পুত্রকে আপন পোষ্যপুত্র করিয়া, উত্তমরূপে আশীৰ্ব্বাদ করিয়া কহিল, তোমরা পরাক্রমশালী ব"শের বীজপুরুষ হইলে, তোমাদের বণশ কৈনান দেশে স্ব ২ অংশ ভোগ করবে। এইরূপে যাকুব আপন পুত্ৰগণকে আশীৰ্ব্বাদ করিয়া প্রাণত্যাগ করিল । এব°N তাহার মরণান্তে তাহার পূৰ্ব্বোক্ত বাক্যানুসারে কৈনান দেশে তাহার কবর হইল। তদনন্তর যুষক্ষ আপন পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করিয়া মিসরদেশে ফিরিয়া গেল।.এব^ সেখানে বহুকাল পর্যন্ত উচিতৰূপে কাল যাপন করিয়া প্রাণত্যাগ করিল | এধা মরণকালে তাহার ভুক্তৃিগণকে আপন নিকট . ডাকিয়া কহিল, এই স্থানহইতে কৈনান দেশে যাওন সময়ে তোমরা আমার অস্থি লইয়া যাইব।

  • যৗন্ত গ্রীষ্টের জন্মের পূৰ্ব্বে ১৬৩৬ বৎসর।.