এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
शर्छ अर्छिन । २२ পরিচারিক প্রণাম করিয়া বিদায় হইল। আমল উপস্থিত ছিল । হিরন্ময়ী তাহাকে বলিলেন, “অমল, তথায় আমার এক বাস করা হইতে পারে না। তুমিও তথায় বাস করিবে চল ।” অমলা স্বীকৃত হইল। উভয়ে গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন। তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরথায়ী একদিন নিষেধ করিলেন। অমলা আর যাইত না । পিতৃগৃহে গমনাবধি হিরন্ময়ী একটা বিষয়ে বড় বিস্মিত হইলেন। একদিন অমল কহিল, “তুমি সংসারনির্বাহের জন্য ব্যস্ত হইও না, বা শারীরিক পরিশ্রম করিও না। রাজবাড়ী আমার কার্য্য হইয়াছে—আর এখন অর্থের অভাব নাই। অতএব আমি সংসার চালাইব—তুমি সংসারে কত্ৰী হইয়া থাক।” হিরথায়ী দেখিলেন, আমলার অর্থের বিলক্ষণ প্রাচুর্য্য। মনে মনে নানা প্রকার সন্দিহান হইলেন।