বিষয়বস্তুতে চলুন

পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8wr যুগলাঙ্গুরীয়। যে পরীক্ষা করিয়াছি, তাহাতে তুমি জয়ী হইয়াছ । ছি । পরীক্ষা ত কিছুই বুঝিতে পারিলাম না। এমন সময়ে রাজপুরে মঙ্গলসূচক ঘোরতর বাদোদ্যম হইয়া উঠিল। রাজা কহিলেন, “রাত্রি একাদশ দণ্ড অতীত হইল—পরীক্ষার কথা পশ্চাৎ বলিব। এক্ষণে তোমার স্বামী আসিয়াছেন ; শুভলগ্নে তাহার সহিত শুভদৃষ্টি কর।” তখন পশ্চাৎ হইতে সেই কক্ষের দ্বার উদ্যাটিত হইল। একজন মহাকায় পুরুষ সেই দ্বারপথে কক্ষমধ্যে প্রবেশ করিল। রাজা কহিলেন, “হিরrয়ী, ইনিই তোমার স্বামী।” হিরন্ময়ী চাহিয়া দেখিলেন—তাহার মাথা ঘূরিয়া গেল—জাগ্ৰং স্বপ্নের ভেদজ্ঞানশূন্য হই লেন। দেখিলেন, পুরন্দর। উভয়ে উভয়কে নিরীক্ষণ করিয়া স্তস্তিত, উন্মত্তপ্রায় হইলেন। কেহই যেন কথা বিশ্বাস করিলেন না ।