পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগবাশিষ্ঠ । OLL অস্যার্থঃ । হে নৃপতে । শ্রীরঘুনাথ স্বপার্শ্ববৰ্ত্তি স্বহং ভবাজনগণ প্রতি নিয়তgষ্ট উপদেশ করেন। হে তব্যঞ্জনের ! আগত অনাগত বিষয়েও শ্রীসংযোগে, এবং অন্য কোন কাৰ্য্য বিষয়ে, অথবা ইন্দ্রিয় সুখ ভোগ জন্য তোমর গাঢ়রুপে মনোভিনিবেশ করিহ ন। এ সমস্তই নশ্বর, প্রথমতঃ কিঞ্চিৎ সুখ জনকবোধ হয় এই মাত্র, কিন্তু পরিণামে অত্যন্ত ক্লেশদায়ক হয় || ৩০ ৷৷ নানাবিভবরম্যান্থ স্ত্রীষু গোষ্ঠীগতামুচ । পুরস্থিতমিবাস্নেহে নাশম্বোনুপগুতি।। ৩১ । গোষ্ঠীবিলাসস্থানং ॥৯৩১ II অস্যার্থঃ । - হে রাজনু ! শীরামচন্ত্ৰ নানা প্রকার বিভব সম্পন্ন অৰ্থাৎ সৰ্ব্ব সমৃদ্ধিমৎ মনোহর বিলাস গৃহে সৰ্ব্ব ভূষণ ভূষিত বিলাসিনী স্ত্রী মণ্ডলকে সম্মুখে সমাগত দেখিয় ও স্নেহ প্রকাশ করেন না, বরং ততোদিগকে আত্মবিনাশ রূপ রলিয়াই উপলব্ধি করেন || ৩১ । শ্রীরামচন্দ্ৰ আক্ষেপযুক্ত আরে? যে সকল কথা কহিয়া থাকেন, তাহীও রামানুচল বিজ্ঞাপন করিতেছেন। কথা –(নীতমিভি ) । নীতমাপুরণারাস পদপ্রাপ্তি বিবৰ্জ্জিতৈঃ । চেষ্টিতৈরিতি ককিল্য। ভূয়োভূয়ে প্রগায়তি ॥ ৩২। প্রাপ্তিবিবর্জিতঃপুরুষিঃ চেটিতৈঃ বহিঃ প্রবৃত্তিভিঃ নীতং ব্লথেতিশেষ প্রাপ্তি বিবর্জিতৈঃ চেটিতৈরিতিসীমানাধিকরণ্যং ব। অস্মিনকল্পে নীতং ময়েতিশেষঃ । কাকল্যামধুরাস্ফুটয়াবাচ। |l Nがみ || অস্যার্থঃ । ०६ 1. অনায়াসে পরম পদ প্রাপ্তি হয়, এমত কার্য) আমি পরিত্যাগ করিয়1 বৃথা কাৰ্য্যাদিবশে এত কালক্ষেপ করিয়াছি, হে রাজন্‌ ! খ্ৰীঃামচন্দ্র ব্যাকুলাত্মা হইয়া অফুটশ্ব-মধুর বাক্যে ইহাই ভূয়োভূয়: কহিয়া থাকেন। ৩২ ৷৷ সংগ্ৰাভূভবেতি পার্শ্বস্থং বদন্তমনুজীবিনং। প্ৰলপন্তুমিবোম্মত্তং সত্যন্যমনমুনিং || ৩৩ ৷৷