পাতা:যোগবাশিষ্ঠ রামায়ণ.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sసెt w যোগবশিষ্ঠ । অনন্তর বৃদ্ধাবস্থায় দিনদিন বাসনার বৃদ্ধি হয়, তদৰ্থে ক্লরামচন্দ্র ঋষিবর বিশ্বামিত্রকে কহিতেছেন। যথা-(দৈনদোষময়ীতি)। " as দৈন্য দোষময়ীদীর্ঘ হৃদিদtছ প্রদায়িনী, সৰ্ব্বদা মে বালসখী বাৰ্দ্ধকে বৰ্দ্ধতে পৃহা | 4 | टैनामांषि चक्रुः ॥ १ ॥ অস্যার্থঃ । হে কুশিকফুলচুড়ামণে! गैनर्जीि দোষপ্রচুরা, এবং অন্তর্দহপ্রদায়িনী দীর্ঘতম বাসন, আমার বালসখীরন্যায় বৃদ্ধকালে দিন দিন বৃদ্ধি হইতেছে৷ ৭ ৷৷ তাৎপৰ্য্য —বালসখী অর্থাৎ জর পুরুষের নবীনা যুবতীর ন্যায় যেমন দিন দিন বাঢ়িতে থাকে, সৰ্ব্বকার্যক্ষম বৃদ্ধপুরুষ তেমন তাহাকে দেখিয়া অহুদিন তন্তর্দাহে দগ্ধ হয়, এবং দৈন্যদোষ সমুহ অন্ত্রিত হুয়, অর্থাৎ তাহার ঐ নবযুবতী উপভোগের যোগ্য হয় না, সেইরূপ জরাজীর্ণ পুরুষের বিষয় বাসনাও দৈন্য সন্তাপপ্রদায়িনী; অর্থাৎ বাসনামুরূপ সুখসম্ভোগ করিতে অক্ষম, এবিধায় জরাবস্থাকে গ্রহণ করিতে কাহারই বাসনা হয় না, ইতিভাবঃ ৷ ৭ ৷৷ একৃদ্ভিন্ন বৃদ্ধাবস্থায় সহসা সৰ্ব্বপ্রকার ভয় উপস্থিত হইতে থাকে, তদৰ্থে স্ত্রীরামচন্দ্র বিশ্বামিত্রকে কহিতেছেন। যথা—(কৰ্ত্তবাং কিমিতি) । কৰ্ত্তব্যং কিং ময়াকষ্টং পরত্রাপ্যতি দারুণং। অপ্রতীকার যোগ্যংহি বৰ্দ্ধতে বাৰ্দ্ধকে ভয়ং।। ৮। কক্টমিতিদেীর্শনস্তদোতকোৎপতিঃ ।। ৮ণ৷ অস্তার্থঃ । ছে মহর্ষিপ্রবর! হ? কি কষ্ট, এখন কি উপায় কৰ্ত্তবা, ও পরিত্রিকের সুনিবাৰ্য্য নিদারুণ, ভয়, বৃদ্ধকালে সৰ্ব্বদাই বৃদ্ধি হইতে থাকে ॥৮ I ... " তাৎপর্যা –বৃদ্ধাবস্থায় পুৰ্ব্বকৃত সদসৎ কর্মের অমৃন্মরণ করতঃ বিষন্নতা উপস্থিত হয়, অর্থাৎ হয় আমি কি করিয়াছি এখন আমি কি করি, কিরূপে পরকালে পরিত্রাণ পাইব এই অনিবাৰ্য্য নিদারুণ ভয় হৃদয়ে উপস্থিত হয়, তন্নিমিত্ত নিয়ত সন্তাপিত থাকে, অতএব বুদ্ধাবস্থা বড় ভয়ঙ্কর, ইতি ভাৰ ॥৮। -