পাতা:যোগ-সাধন.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৭ ) করেন। কিন্তু তাহারা যে, সমস্ত বিষয়ে অভ্রান্ত তাহ বল। যায় না । ২০শ প্রঃ । সাধন সম্বন্ধীয় নিয়মগুলি কি ? উঃ । সাধনের নিয়ম দুই জাতীয়—বিশেষ ও সাধারণ। বিশেষ নিয়ম এই ষে (১) ইহাতে কোন সম্প্রদায় নাই। হিন্দু, মুসলমান, খৃষ্টান, বৌদ্ধ, বৈষ্ণব, শাক্ত, শৈব, নানক পন্থী ইত্যাদি পৃথিবীতে যত বিভিন্ন সম্প্রদায় আছেন তাহদের সকলেরই মধ্যে সত্য ধৰ্ম্ম বিদ্যমান আছে । সেই সতা সৰ্ব্বত্র হইতে গ্রহণ করিতে হইবে ও যেখানে কিছু পাইলে তাহারই নিকট মস্তক অবনত করিয়া ভক্তি শ্রদ্ধা প্রকাশ করিবে । জগতের সমস্ত সাধু মহাত্মাদিগকেই সত্যের প্রচারক জ্ঞানে সরল ও অবিমিশ্রশ্রদ্ধ করা চাই । কিন্তু নিনি যাহা নিজের প্রাণে সত্য বুঝিবেন কোন দলের বা লোকের অনুরোপে বা ভয়ে তাহ অবলম্বন করিতে সঙ্কুচিত হইলেন লা, অপব। এই সুধিন অবলম্বীরা কোন স্বতন্ত্র সম্প্রদায় গড়িতে পরিবেন না (২) ইহাতে মানুষ বা অন্য কিছুই অবলম্বন নহে। ঈশ্বর স্বয়ংই ইহার একমাত্র গুরু, এবং সমস্ত পদার্থ ও মনুষ্য সাধারণ ভাবে গুরু বা উপদেষ্ট । যেমন চক্ষের দৃষ্টিশক্তি ঈশ্বর প্রদত্ত, কিন্তু কোন কারণে ঐ শক্তি অবরুদ্ধ হইলে মনুষ্যের সাহায্য আবশ্বক হয়, এখানেও সেই রূপ। ব্ৰহ্মই ইহার একমাত্র অদ্বিতীয় লক্ষ্য ও গম্যস্থল এবং সত্যই ইহার একমাত্র পথ । (৩) দেহ ও মন সৰ্ব্বতোভাবে পবিত্র রাখা কৰ্ত্তব্য। অর্থাৎ বিবিধ উপায়ে শারীরিক সুস্থত। রক্ষণ না করিলে সাধন হয় না এবং কোনও প্রকার পাপ