পাতা:যোগ-সাধন.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৯ ) গিয়াছেন, অদ্যাপিও ষে দেশের অধ্যাত্মিক অবনতি ও নৈতিক পাশবাচার দূর করিবার জন্ত কত কত সিদ্ধ মহাপুরুষগণ অরণ্যের বা পৰ্ব্বত গুহার নির্জন সাধন পরিত্যাগ করিয়", অনাহার, অনিদ্রা, প্রভৃতি শত সহস্ৰ ক্লেশ উপেক্ষণ করতঃ দূর দূরান্তর পদব্রজে अब्रिञ्जबग করিতেছেন, এবং বিধিমতে ঘৰ্ম্ম-পিপাসু জনগণের অন্ধকারময় জীবনকাশে প্রেম, পবিত্রতা ও সত্যধৰ্ম্মের জ্যোতি সমুদিত করিয়া, জলকষ্ট্রেপীড়িত লোকদিগের ক্লেশ বিদূরিত করিয়া,অন্নকষ্টে মৃতপ্রায় সহস্ৰ সহস্র দরিদ্র লোকের সাহায্যার্থ লক্ষ লক্ষ মুদ্রা পর্যন্ত সংগ্রহ ও ব্যয় করিয়া,এবং রুগ্নকে ঔষধ, শোকার্ভকে সাস্বনা, অজ্ঞানকে জ্ঞান ও হতাশকে আশা দিয়া প্রতিদিন এই হতভাগ্য দেশে পুনরায় সৌভাগা-লক্ষ্মী আনয়ন করিবার জন্ত অবিশ্রান্ত-পরিশ্রম করিয়া বেড়াইতে- ' ছেন; হায়! সেই দেশের লোক হইয়া চক্ষু থাকিতেও আমরা অন্ধের হয় চীৎকার করিতেছি যোগে আলস্ত ও কৰ্ম্মবিমুখত মানিয়া দেয় !! লজ্জার কথা, ক্ষোভের কপ, অজ্ঞতার কথা। . যাহাদের যড়ৈখাৰ্য্যশালিত্ব, র্যাঙ্গদের মহত্ব ও আধ্যাত্মিক বীরত্বের কিছুমাত্র আভাস পাইয়া ইউরোপ ও আমেরিকা স্তম্ভিত ও বিস্ময়ে স্তন্ধ, র্যাহাদের কুই চারিটা কথার প্রতিধ্বনি এমাসন-কার্লাইল-প্রমুখ । পাশ্চাত্য যোগীগণের নিকটে পাইয়া উণবিংশ শতাবিদ তাহাদের উপাসনা করিতেছে এবং যে মহাত্মাদিগের কনিষ্ঠ । ভ্রাত যিশুখ্ৰীষ্ট এবং মহম্মদ এই দুই সহস্ৰ বৎসর পৃথিবীর । অধিকাংশ মানব মওল্পীকে পরিচালিত করিয়া জালিতেছেন, A