পাতা:রঙ্গমল্লী.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিদিধ্যাসন ১২১ গৃহিণী না, না, না,—সে হ’বে না ; বাড়ী ছেড়ে তোমার কোথাও থাকা টাকা হ’বে না । পুজো আচা, শাস্তি, স্বস্ত্যয়ন—যা” কর্তে হয় তা’ এই বাড়ীতে বসেই করা ভাল। কর্তা বাড়ীতে ? হাঃ ; বাড়ীতে আবার হাঙ্গামা— গৃহিণী হাঙ্গামা কিসের ? আমি সব ঠিক ক’রে গুছিয়ে গাছিয়ে দেব এখন ; তুমি হাতে মাথায় ধুনী জালাও ! কর্তা কী বল আর কী কও ; ও সব কি পুরুষ মানুষের কৰ্ম্ম ? বিশেষ তে আমি | গৃহিণী বাড়ী ছেড়ে পুজো ফুজোব কথা আমি কিছুতেই শুল্ব না। ও সব হবে টবে না । কৰ্ত্তা বেশ গো বেশ । আমারই কি ইচ্ছে—যে বাড়ী ঘর দোর ছেড়ে দেশে দেশে ঘুরে বেড়াই, তুমিও হয়েছ তেমনি অবুঝ, কি যে বল তার ঠিক নেই, একটা মৎলব তো দিতে পারলে না। চুলোয় যাক ...বাড়ীতে ? ঘরে বসে (চিন্তিতভাবে পরিক্রমণ ) এই ! হয়েছে—পাওয়া গেছে! মনে পড়েছে,—শ্রবণ—মনম— নিদিধ্যাসন ! গৃহিণী নিদিধ্যাসন ? সে আবার কি ?