পাতা:রঙ্গমল্লী.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रछाभल्ली উৰ্দ্ধ-সমন্বিত অট্টালিক গিরি সম উৰ্দ্ধগামী,— এদেশ বাসিত ভাল প্রেয়সী তোমার, পুরঞ্জয় ! তারে স্মরি,—আমাদের বঁাচাইতে নহে—তারে স্মরি* যুদ্ধে চল ; ওই শোন জয়ধ্বনি করিছে লিচ্ছবি। ( তোরণের বাহিরে জয়ধ্বনি ) নাগরিকগণ পুরঞ্জয় । পুরঞ্জয় । আর দেরী নয় পুরঞ্জয় । পুবঞ্জয় তাই হোক ; আজিকার যুদ্ধ নহে বৈশালীর তরে, তারে স্মরি অন্ত্র ধরি—অস্থি যার এ নগরী ধরে । (নাগরিকগণ আনন্দধবনি করিল ) পুরঞ্জয় কিন্তু রহ, আগে আমি জিজ্ঞাসিয়ে আসিগে দেবীরে,— কে লভিবে সিদ্ধি আজ শূল-শেল-শল্যের সঙ্ঘাতে ? (মন্দিরের রুদ্ধদ্বারেব সন্মুখে নতজামু হইয়া করজোড়ে ) হে দেবী ! চলেছি যুদ্ধে, বৈশালীরে রক্ষিতে বাসন, শক্ৰ-আক্রমণ হ’তে ; চেষ্টা মম হবে কি সফল ? জানাও তা ইঙ্গিতে আভাষে কৃপা করি মোরে দেৰী : অথবা আসন্ন আজি বৈশালীর হর্ভাগ্যের নিশা । ( দ্বার খুলিয়া বাকুসিদ্ধা বাহির হইলেন ) বাকৃসিদ্ধা স্বৰ্গ-মর্ত্য-অধিষ্ঠাত্রী দেবী কহে “শোন পুবঞ্জয়,