পাতা:রঙ্গমল্লী.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবুজ সমাধি NV প্রধান মহারাজ ! আশ্বস্ত হোন, আখস্ত হোন্‌! সম্রাট চলে গেল—ভাসিয়ে দিতে হ’ল । এই জগদ্বিখ্যাত প্রাচীর, এই দুৰ্দ্ধৰ্ষ দুর্গ শ্রেণী, এই সহস্র সৈন্ত সামন্ত—সব মিথ্যা ! তাতারের নামে কম্পমান! এতগুলো পুরুষের বুদ্ধিবল এবং বাহুবলে রাজ্য রক্ষা হ’ল না, একটা আশ্রিত স্ত্রীলোককে বলি দিয়ে রাজ্যরক্ষা করতে হ’ল ! বীরপুরুষেরা কাপুরুষের মত বেঁচে রইলেন! প্রধান মহারাজ প্রাসাদে প্রত্যাবৰ্ত্তন করতে আজ্ঞা হোক। আপনি বিজ্ঞ, গতামুশোচনা যে নিষ্ফল সে কথা আপনার অজানা নেই। শাওকীন দেবীর কথা এখন বিস্তৃত হওয়াই শ্রেয়। সম্রাট হৃদয় যদি লোহার হ’ত তাহ’লে বিস্তৃত হওয়া যেত, অমাত্য প্রধান, তাহ’লে ভোলা যেত। অজস্র চোখের জল—মুছে শেষ করতে পারচিনে ।-আজ, প্রাসাদে ফিরে গিয়ে, তার পরিত্যক্ত ঘরখানিতে, হাজার রৌপ্য প্রদীপ জালিয়ে, তার ছবিখানিকে সামূনে রেখে তার কল্যাণে সারারাত আমি দেবাৰ্চনা করব। প্রধান এখন তবে প্রাসাদে ফিরে চলুন, দেবী এতক্ষণ বহুদুর চলে গেছেন। (সকলের প্রস্থান )