পাতা:রঙ্গমল্লী.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমল্পী فيون) অন্ধ তরুণী বাছ ঘুমিয়েছে, তারে জাগিয়ে না। প্রথম অন্ধ উঃ ! তুমি আমাদের কাছে থেকে কত দূরে গিয়ে বসেছ! আমি ভেবেছিলাম আমার সাম্নে আছে। তৃতীয় অন্ধ যা জানা দরকার, তা’ অল্পবিস্তর আমরা সকলেই জানি। দেখ, মোহান্ত ঠাকুর যতক্ষণ না ফেরেন, সকলে মিলে, ততক্ষণ গল্পস্বল্প করা যাক । অন্ধ স্থবির। তিনি আমাদের স্তব্ধ হ’য়ে, তার জন্তে অপেক্ষা কর্তে বলে CोUछन । তৃতীয় অন্ধ আমরা তো আর ঠাকুরবাড়ীতে শাস্ত্রব্যাখ্যা শুনতে আসিনি••••••••• অন্ধ স্থলির! কি কৰ্ত্তে যে আমরা এসিছি তা তুমিও জান না । छूउँौञ्च ठाझ চুপ করে থাকলে আমার কেমন ভয় বোধ হয়। वििउँोग्न ठाक বলি, বলতে পার ?......... ঠাকুর কোথায় গেলেন ? তৃতীয় অন্ধ আমার মনে হচ্ছে, তিনি অনেকক্ষণ আমাদের একা ফেলে রেখেছেন ।