বিষয়বস্তুতে চলুন

পাতা:রঙ্গমল্লী.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্টিহার ዓ» বরেন না। আমার বোধ হয়, ঐ পাগল মেয়েটির জন্তে কিছু খাবার জিনিষ সংগ্রহ কর্তে বেরিয়েছেন। যাবার আগে শুধু বলে গেলেন অনেক দূৰ যেতে হবে। আমাদের অপেক্ষা করে থাকা ভিন্ন অন্ত উপায় নেই। অন্ধ তরুণী বিদায়েব আগে তিনি আমাব হাত দু’খানি হাতের মধ্যে নিয়েছিলেন ; তার হাত কঁপিছিল ; তারপর আমার কপালের উপর একটি চুমা দিয়ে চলে গেলেন...... প্রথম অন্ধ ওফ । অন্ধ তরুণী আমি জিজ্ঞেস কল্লাম...কি জন্তে যাচ্ছেন ?...কি হ’য়েছে ? তিনি বলেন “কি যে হ’বে তা কিছুই জানিনে।” শেষে বল্লেন “পাকাচুলের আধিপত্য আর বেশী দিন টিকছে না.•••••বোধ হয়”•••••• প্রথম অন্ধ অর্থাৎ ? অন্ধ তরুণী ভাবটা আমিও ঠিক ধরতে পারিনি ; ঢেউয়ের মাঝখানে যে বাতি-ঘর আছে, সেই দিকে তার যাবার কথা শুনেছি। c2थञ्च विक् এ দেশে বাতি-স্বল্প আছে নাকি ?