পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$tà. प्लेन्नैनांल-७च्चांदलों रुश्छ्नि शशांभऊि, মঙ্গল-মণ্ডনবর্তী, সমর-পরবশ অবস মানস, কি না হয় অন্য নরে; নদিনীর ধরি দুটি পাণি ॥৮৭৷৷ ইন্দ্ৰিয়-নিগৃহ, কুশল-বিগ্ৰহ, “শুন মা কল্যাণি কন্যে, বিশ্বজি বিভু জন্যে, . তব কর ভিক্ষার উদ্দেশে, সমাগত নিগণ, তাহে মম উপার্জন, গৃহ-মেধি-ফল সবিশেষ।” ৮৮৷৷ তনয়ারে এই মত, সম্ভাষিয়া হিমবত, ঋষিগণে কহেন তখন, “ত্রিলোচন-সীমস্তিনী, তোমাদের পদ ইনি, বন্দিছেন করুন ঈক্ষণ ॥” ৮৯৷৷ ইষ্টকার্য্যে নিষ্ঠমতি, অদ্রি-অধিপতি প্ৰতি, সাধুবাদ দিয়ে মুনিগণ, সাক্ষাৎ সুফলযুক্ত, পাৰ্ব্বতীর প্রতি উক্ত, করিলেন অশিষ-বচন ॥৯০৷৷ পূণতি করিতে ভ্রংশ, হলো হেম-অবতংশ, নগেন্দ্র-নন্দিনী শ্রুতিমূলে, नबुगूथैौ नख्खाउटब, পাৰ্ব্বতীবে সমাদরে, অরুন্ধতী কোলে লন তুলে ॥৯১!! গিরিন্দ্র-গেহিনী তবে, মুহিতাবিরহ হবে, ভাবি ভীতা সুেহে অশ্রুমুখা, সতিনীর নাহি ভয়, বর তাহে মতুঞ্জয়, গুণচয় ভাবি পুন: সুখী ॥৯২II হর-বন্ধু সেইক্ষণে, চীরবাস ঋষিগণে, জিজ্ঞাসেন কৰে কাৰ্য্য হবে, পরিগতে দিনত্রয়, হইবেক পরিণয়, এত বলি চলিলেন সবে ৷৷৯৩৷৷ নিগণ হিমালয়ে, এইরূপ ব'লে কয়ে, উপনীত মহেশের পাশ, “সিদ্ধ তব প্রয়োজন,” করি এই নিবেদন, শিবে ত্যজি উঠিলা আকাশ ||৯৪!! উমাসমাগমভাবেতে, বিষম চঞ্চল হইল মতি, লেই তিন দিন, অতি কুেশাধীন, ৰাপিলেন পশুপতি ॥৯৫ll এ ভাব পরশে হরে ॥৯৬!! ইতি উমাপদান নাম ষষ্ঠ সৰ্গ । সপ্তম সর্গ অনস্তর সিতপক্ষে অচল-ঈ র, স্কুলগু যামিত্র-লগে তিথি শুভকর, সহিত কুটুম্বগণ সুতার বিবাহ, দীক্ষাবিধি যথাবিধি করেন নিবর্বাহ ॥১ বিবাহ-বিহিত যত আনন্দ-মঙ্গলে--- গৃহে গৃহে ব্যস্ত পুর-পুঞ্জন্ধি সকলে--- হিমালয়-অনুরাগে হেন ব্যবহার, অস্তঃপুর সহ যেন এক পরিবার ;২II মন্দারকুসুমে রাজপথ বিখচিত, চীনের শাটিনে যত নিশান রচিত, কাঞ্চন-তোরণগণ বিশেষে বিভাগ, স্বগগম গিরিপুরী পাইল প্রকাশ ॥৩৷৷ থাকিতে অনেক পুত্র আর কন্যাগণ, এক। উমা পুনর্জাত যেন হারাধন, নিকটে বিবাহ তার, যাবে পর-ঘরে, মাতাপিতা-পাণসম হলো তার তরে ॥৪৷৷ জনজাত আশীবাদ করিয়া উমারে, কোলে লয়ে সাজাইয়ে দিল অলঙ্কারে, গোত্রের * গোত্রজগণে থাকিতে সন্তান, উমীমাত্র হইলেন .েহের নিধান ॥৫৷৷ তৃতীয় মুহূৰ্ত্তে ভানু করিলে প্রবেশ, উত্তরফন্তনীগৃহে যাইলে দ্বিজেশ, কুটুম্বকামিনী যত কুটুম্বিনীগণ, + করিতে লাগিল উমাদেহ-প্রসাধন ॥৬৷৷

  • পর্বত ।

+ পতি-পুত্রবর্তী স্ত্রী । বিবাহাদি কৰ্ম্মে বিধবা এবং বন্ধ্যাগণের সংলগত এইক্ষণেও দূৰণীয়।