পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

يجمقالا "হয়েছে অনেক বেলা থরতর খরা । তরুতলে গাভীবৎস যাইতেছে ত্বর। । হেথা আছে ছায়াজল গো-রস প্রচুর। যোড়া রাখি দুজনে করুন শাস্তি দূর ।” বসন্ত-কোকিল পৃ.ীয় সুস্বর গভীর । শুনি চমকিত চিত হ’ল দুই বীর । চতুর নাগরবর কৃষ্ণ রাজপুত । বঙ্কিম নয়নে খরতর শরযুত। নবীন নীরদ যথা নিনাদিত ধীরে । কিবা পতিংবনি যথা মহেশ-মন্দিরে। সেইরূপ শ্ৰীমুখেতে বচন প্রকাশ । বিম্বাধরে সুরঞ্জিত মৃদু মন্দ হাস । “তোমার গো-রস খাটি কিংবা নীরভরা : অপরূপ নানারূপ সাজান পসরা ।। श्नउ कि झुर्बल गृहजारउ विनिमग्न । না জানিলে সওদা কেমনে বল হয় ?” বচনে চাতুরী বুঝি অভিীরের বধূ । উত্তর প্রদান করে বরমিয়া মধু । কহে কিছু বদনের বসন তুলিয়া । “আমার যে কিছু অাছে লও হে মূলিয়া । গ্ৰাহক যেমন মিলে পদার্থ তেমণ । গুণের পরীক্ষা মাত্র গুণীর সদন ।' রসিক পাইয়া রস কথার উত্তরে । কহেন বিলম্ব নাই যাইব সত্বরে । কহ গে। গোয়ালিনী কিবা তব নাম ? কোথায় জনক আর শশুরের ধাম । শুশুরের ঘরে কিবা থাক বাপ-ঘরে ? কতকাল বেচা-কেনা এই পথোপরে ? তর্ক এত তক্র বেচি বচনেতে ছন্দ । নহে ত ননন্দ শুশ্রু তাহে নিরানন্দ ? জান ভাল স্বজাতির ব্যবসা-কৌশল । পোয়াতে করহ সের ঢেলে দিয়ে জল । হাসিয়া মাণিক করে আরো বাকৃছল। “স্ত্রীজাতির বৃত্তি প্ৰভু ! কেব। ছাঁড়ে বল ? এই গামে থর মম এই দেখা যায়। মাণিক বলিয়া মোরে ডাকে বাপ মায় । গাম ছেড়ে গ্রামাস্তরে যাই নাকে কভু । পতি জাঁর পিতৃগৃহ একগ্রামে প্রভু। রঙ্গলাল-গ্ৰন্থাবলী পিতা মোর বৃষভানু মাত কলাবতী । नाश नांश् िनग्न श्रठि कूबूनिनी-अंख् ि। মোর প্রতি আছে শুশ্ৰু-ননদীর প্রীতি। এই পথে দধি দুগ্ধ বেচি নিতি নিতি।। ছন্দ না শিখিলে পভ। নাহি হয় কড়ি। আচাভয়া লোক পথে যায় গড়াগড়ি । অধীনীরে কত মত জিজ্ঞাসিছ বাণী । আপনার নাম গোত্র কিছুই না জানি। জন্ম তব কোন বংশে কিবা গ্ৰাম নাম ? কেবা পিতা মাতা তব কহ গুণগ্ৰাম।। এক মার পুত্র বুঝি নহ দুই জন । তুমি হে শ্যামল ইনি ধবল বরণ। তুমি ছোট, ইনি বড়, এই মনে হয়। বছ কথা জিজ্ঞাসিতে মনে লাগে ভয় । ছোট মুখে বড় কথা পাছে কোপ কর।” এত বলি মাণিকা হইল নিরুত্তর । অসিত পুরুষ কন সম্মিত আননে । “আমাদের পরিচয় শুন বরাননে । শূরসেন দেশে ঘর জন্ম যদুকুলে। কিশোর বয়স গেল যমুনার কুলে। আমরা জনমাবধি মাতুলের ডরে। লুকায়ে ছিলাম গিয়ে তব জাতি ঘরে । অনেক উৎপাতে তথা পাইনু উদ্ধার । গোচারণে বনে বনে করিনু বিহার। সরল তোমার জাতি সরল হৃদয় । বিশেষ সরল ব্ৰজ-গোপবালাচয়। বেঁধেছিল প্রেমডোরে তনু আর মন । আর কি তেমন পেম হইবে ঘটন ? মাতুল মরিল রণে ঘুচিল জঞ্জাল । তার পরে সিন্ধুতটে গত কত কাল। জগনুথি সিংহ রায় হয় মম নাম । ইনি মোর বড় ভাই রূপগুণধাম । অন্যায় না সন ইনি দয়ার নিধান । গদাযুদ্ধে কেহ নাহি ইহার সমান। তোমার নিকটে গোপি । কি আর বড়াই । ঠেকিয়া শিখেছি কত দেখেছি লড়াই । এবে আমি ক্ষেত্রবাসী প্ৰসাদে নির্ভর । অাষ্ট্ৰীয় অামার সব কেহ নহে পর ।