পাতা:রঙ্গলাল-গ্রন্থাবলী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঙ্গলাচৰণ سہ -- ما - سمحھ ایس۔ایم۔ --~~ سے۔ (কবিতাশক্তির প্রতি ) কোথা গে৷ কবিতা সতি সুধাস্বরূপিণী । কেন গে। আমার প্রতি এরূপ কোপিনী।। তুয়াপদ-সরসিজ পরিহরি আমি। হইয়াছি বিফল চিন্তার অনুগামী । সে চিন্তাগরলে মম মন জর জর । স্থির নহি ঠাকুরাণি । কাপি থর থর। বহুদিন দেখি নাই শাস্তি-মুখশশী। দিবানিশি ঘেরিয়াছে মলিনতা-মসী। অনুতাপে অনুদিন কাদি উভরায়। ভাবি আমি কি কৰ্ম্ম করিনু হায় হয়। তুমি মম কিশোর-কালেৰ সহচরী । তব সঙ্গে যেত রঙ্গে দিব। বিভাবী । বিজনে তটিনীতটে শপশয্যা করি । তরুচছায়ে মৃদুবায়ে মুখে শুষ হরি। তমি গে। আমার কাছে বসি হাসি হাসি । দেখাইতে নিসগের যত রূপরাশি । স্থলজ জলজ পুষ্প-প্রকাশ-মাধুরী। বিধাতার তাহে কত চিকণ চাতুরী। তুমি চারু মন্ত্রবলে মোহিতে নয়ন। অতি পুরাতন বস্তু হইত নূতন । দিনকর নিত্য নিত্য নব ভাব ধরি । বিস্তারিত দিগন্তরে লাবণ্য-লহরী । এই যেন নব-জবা-কুসুম-সঙ্কাশ। এই তপ্ত কাঞ্চনের প্রতিভা প্রকাশ। সে কাঞ্চনে তুমি দিতে অপূর্ব রসান। নিরখিয়া হইতাম আনন্দে অজ্ঞান ৷ পদোষে পশ্চিম দিকে সিলুরের রাগ। যেন সোম করে তথা অগ্নিষ্টোম-যাগ। বিলু বিলু হিমপাতে সুিগ্ধ দিকৃ দশ। সোম-মুখ হ'তে কিবা চু্যত সোমরস। উদয়ে তারকাবলী, তব সহোদর। শিয়রেতে বলি প্ৰজ্ঞ, দেবীরপধয় ॥ কহিতেন কত কথা সীমা নাহি তার। লাস্তি অপগমে মুক্ত বিজ্ঞানের দ্বার। স্তম্ভিত হইতে তনু অভিভূত মন। সে ভাব কি কেহ ব্যক্ত করেছে কখন। শেখর-সাগর-শোভা পৃথমে যখন । নয়ন ভরিয়৷ আমি করি দরশন। দর দর পৃপতিত পুলকাশ্ৰবারি। সে ভাবের কণামাত্র বণিতে কি পারি। फिब्राहेरउ नांब्रिजांश यूर्शन नग्नन । निबशल नौजनिऊ निशङ्वि७ गन । বেলাকুলে অপরূপ শোভার সঞ্চার। উপজিত অগণিত হীরকের হার । ইন্দ্রনীল হিল্লোলেতে বিষদ ঝলকে । অমনি অদৃশ্য হয় পলকে পলকে। তমোময় মানুষের মানসে যেমন । বিজ্ঞান-বিমল-বিভা দেয় দরশন। এখন সে সব ভাব বল গে৷ কোথায় । ইতর ধাতুর লোভে ক্ষোভে প্ৰাণ যায়। কোথায় আছি গে। দেবি দেহ দরশন। আর আমি পাব নাকি শাস্তি-সংমিলন। কন্তু কভু স্বপুবেশে হইয়া উদয়। অপসরার বেশে মুগ্ধ কর গে৷ হৃদয়। জাগ্ৰত ছায়ার প্রায় কভু দেহ দেখা । শূন্যে জাত যথা মন্দাকিনী-ফেনলেখা ৷ ধরি পায় কৃপা করি হৃদি সিংহাসনে । বসে গে। বিনোদদাত্রি লয়ে স্বীয় গণে । ভাবায়ুতে মুগ্ধ মন কর একবার। রচিব পুরাণকথা সুধার ভাণ্ডার। করিয়াছ মম পুতি কৃপা বারস্বয় । ५षांtब्र७ cयन गन जघुछब्रक शब्र । তোমা বিল জ্ঞান হয় সব অন্ধক্ষপ । ছেড়ে না গে। মম সঙ্গ থাকিতে অজপ৷