পাতা:রজত-গিরি.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b’ রজত-গিরি । , SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAMAAA AAASS সহচরিগণ-মাঝে মনের আনন্দে নিরাপদে থাক প্রিয়ে প্রাসাদ-ভিতরে। দামিনী । হা! নাথ বুঝি বা এবে হয়েছ বিস্তুত আমি যে মানব নহি, জাতিতে অপারা— ফেলে গেলে হেথা মোরে, কার পানে চাব ? কার মুখ হেরি পাব সাস্তুনা আরাম ? তা হবে না ওগো নাথ, ছাড়িব না কভু, যেথায় যাইবে তুমি আমিও যাইব, তাড়াইলে পদ তব ধরিব জড়ায়ে । নিষ্ঠুর সোয়ামি ওগো! এই কি সময় ? গর্ভে ধরিয়াছি তব প্রিয়তম সুতে— এ সময়ে তুমি নাথ ত্যজিবে আমারে ? নিতান্ত যাইবে যদি—একটু দাড়াও, আঁখি-ভরে দেখে লই জনমের তরে। চ'লে যদি যাও নাথ আমায় ফেলিয়ে কি আগুন নিদারুণ জলিবে এ হৃদে ! শত বার পুড়ে যদি বিশ্ব হয় খাক, শীতল সে অগ্নি তবু মোর জালা কাছে। মরিলেই ভাল ছিল—কেন না মরিনু ? প্রাণ হ’ল ওষ্ঠাগত—বদ্ধ হ’ল বাকৃ— (कमन ]