বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বত্বাবলী নাটক । ולכי কাঞ্চ —দেবি, এই দেখুন, সমস্ত গ্রন্ডত । বাস।- ( রাজাকে পূজা করণ ) সাগ –(কুসুম-হস্তে স্বগত) হায় হায় । ফুল তোৰায় লোতে আমার বড়বিলম্ব হয়ে গেল—এখন এই সিন্ধুবার গাছের আড়াল থেকে দেখা যাক। (দৃষ্টিপাত করিয়া ) স্বাহ । ইনি সাক্ষাৎ কনাৰ্পদেব—এমন রূপ তো আমি কখনও দেখিনি। আমাদের পিতার অন্তঃপুরে শুধু চিত্রিত মদনের পূজা হয়—আজ আমি মদনকে প্রত্যক্ষ করলেম। আমিও তবে এইখান থেকে এই ফুলগুলি দিয়ে ভগবান মদনদেবের পূজা করি। (পুষ্প নিক্ষেপ) ভগবন কুম্নমায়ুধ ! তোমাকে প্রণাম। আজ যেন তোমার এই দর্শন শুভ-দর্শন হয়—আজ যেন এই দর্শন অব্যর্থ হয়— আহা! আজ যা দেখুবার তা দেখলেম। (প্রণাম করণ) আশ্চৰ্য্য। আশ্চৰ্য্য ! একবার দেখেও আশ মিট্‌চে না—আবার দেখতে ইচ্ছে করচে। এখন যাতে আমাকে কেউ দেখতে না পায় এই ভাৰে এখান থেকে চলে যেতে হবে। ( কতিপয় পদ গমন ) কাঞ্চ -(বিদুষকের প্রতি ) ঠাকুর আপনিও জাম্বন—আপনিও স্বস্তিবাচন গ্রহণ কক্ষম । বিদু –(সম্মুখে অগ্রসর ) दांग -(कूश्य कननांनि जांन कब्रिप्रां) #ांडूब्र ! oहे चखिबांकन গ্রহণ করুন। ( অৰ্পণ) বিদু –(সহৰ্ষে গ্রহণ করিয়া) কল্যাণ হোৰু! (নেপথ্যে বৈতালিকের পঠন)