বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फूउँौन्न अझ । ෂ` স্বাস —(সম্মুখে অশ্রুপাত করিয়া ) ছি! মহারাজ, আমাকে ও কথা বোলো না-ও সব কথা অার একজনকে বল । ও কথা আমাকে বলা শোভা পায় না । বিদূ –(স্বগত) ও কথার উত্তরে কি বলি এখন—আচ্ছা এই বলা যাক। (প্রকাশ্যে) দেবি আপনি অতি উদারচরিত্র, সথার এই প্রথম অপরাধটি অনুগ্রহ করে’ মার্জন করুন । বাস —দেথ বসন্তক ঠাকুর, মহারাজের এই প্রথম মিলনের সময়ে বাধা দিয়ে আমিই অপরাধী হয়েছি, ওঁর তো কোন অপরাধ নেই। রাজা । —আমার অকার্য্যটি স্বচক্ষে দেখেছেন, এণন কি ললি, যাহোক তবু একটা কথা বলে দেখি । দেবি ! আমি অপ্রতিভ লাজে, চরণে মস্তক পতি’ লাক্ষ-জাত তাম্ররাগ এখনিগে মুছাব যতনে, কোপ রাহু-গ্রাসে তাম্র তব মুখচন্দ্ৰ-ভাতি, তাহাও হরিতে পারি, যদি চাহ করুণ নযনে ॥ ( পদতলে পতন । ) বাস ।—(হস্ত দ্বার নিবারণ করিয়া । ওকি মহারাজ–ওঠ ওঠ, সে অতি নির্লজ্জ যে আর্য্যপুত্রের হৃদয়ের ভাব জেনেও আবার রাগ করে ; নাথ তুমি মুথে থাকে, আমি চলেম! ( যাইতে উদ্যত ) কাঞ্চ —ঠাকরণ ক্ষান্ত হোন, মহারাজ পায়ে পড়লেন, আর কি রাগ করতে আছে ? মহারাজকে এই অবস্থায় রেখে চলে গেলে শেষে আবার কষ্ট পাবেন।