পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( እ8ማ ) - দেশ। আড়াঠেকা। । দেখায়ে দে কোথা আছে একটু বিরল । । এই ম্ৰিয়মান মুখে তোমাদের এত সুখে । বল দেখি কোন প্রাণে ঢালিব গরল ? কি না করিয়াছি তব বাড়াতে আমোদ কত কষ্টে করেছিমু অশ্রুবারি রোধ ! কিন্তু পারিনে যে সখা যাতনা থাকেন। ঢাকা মৰ্ম্ম হ’তে উচ্ছ,সিয়া উঠে অশ্রুঞ্জল! ব্যথায় পাইয়া ব্যথা যদি গে। সুধাতে কথা অনেক নিভিত তবু এ হৃদি অনল । কেবল উপেক্ষা সহি বলগো কেমনে রহি কেমনে বাহিরে মুখ হাসিব কেবল ? ১৪৫ বাগে শ্ৰী। আড়াঠেকা । অনন্ত সাগর মাঝে দাও তরী ভাসাইয়া, গেছে দুখ, গেছে মুখ, গেছে অাশা ফুরাইয়া।