পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ده ) কোমল দেহে লাগিলে বায় পাপড়ি মোর খলিয়া যায় পাতার মাঝে ঢাকিয় দেহু রয়েছি তাই লুকায়ে। অর্ণধার বনে রূপের হাসি ঢালিব সদা সুরভি রাশি অর্ণধার এই বনের কোলে মরিব শেষে শুকায়ে ৷ ১৪৯ ৷ সিন্ধু ঝিঝিট। কাওয়ালী। হাসি কেন নাই ও নয়নে ? ভ্ৰমি তেছ মলিন আননে ? দেখ সখি মাৰি তুলি ফুলগুলি ফুটেছে কাননে। তোমারে মলিন দেখি ফুলের কঁাদিছে সখি, স্বধাইছে বনলতা কত কথা আকুল বচনে।