পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Фсә } ভূমি জ্যোতির জ্যোতি আমি অন্ধ অাধারে, তুমি মুক্ত মহীয়ান আমি মগ্ন পাথারে, । छूमि अख्शैन आमि क्रूज़ शैन, কি অপূৰ্ব্ব মিলন তোমায় আমায়। ৩৬১ ॥ • রাগিণী ইমন ভূপালি-তাল একতাল। তোমার কথা হেথা কেহ ত বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল । আপনি কেটেছে আপনার মূল, না জানে সাতার নাহি পায় কুল, ম্রোতে যায় ভেসে, ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল ।