পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খচিত নিখিল বিচিত্র বরণে, । বিরল মাসনে বসি তুমি সব দেখিছ চাহি। । চারি দিকে করে খেলা, বরণ কিরণ জীবন মেলা, কোথা তুমি অন্তরালে, । অন্ত কোথায়, অস্ত কোথায়, অন্ত তোমার নাহি নাহি । ৩৭৪ ॥ রাগিণী টোড়ি ভৈরবী—তাল আড়াঠেকা । ফিরোনা ফিরোনা আজি, এসেছ দুয়ারে, শূন্ত হাতে কোথা ষাও শূন্ত সংসারে । আজ র্তারে যাও দেখে, হৃদয়ে আনগো ডেকে, অমৃত ভরিয়া লও মরম মাঝারে । শুষ্ক প্রাণ শুষ্ক রেখে কার গানে চাও— । শূন্ত দুটাে কথা শুনে কোথা চলে যাওঁ ।