পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৯৪ ) যত দুঃখ লাজ দারিদ্র্য সঙ্কট আর জানাইৰ কারে । অপরাধ কত করেছি নাথ, মোহ পাশে পড়ে, তুমি ছাড়া, প্রভু, মার্জনা, কেহ করিবে না সংসারে। সব বাসনা দিব বিসর্জন, তোমার প্রেম পাথরে, সব বিরহ বিচ্ছেদ ভূলিব, তব মিলন অমৃত ধারে । অণর আপিন ভাবনা পারিন ভাবিতে তুমি লহ মোর ভার, - পরিশ্রান্ত জনে প্রভূ লয়ে যাও সংসার সাগর পারে । ৪০৮ ॥

-