পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( :િઇ } মিশ্রখাস্বাজ-একতালা । ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা। তার কোলে ফুল পড়ে রয়েছে, び研 CR ভুলে গেছে মালা গাথা। শুধু বুরু বুরু বায়ু বহে যায় তার কানে কানে কি যে কহে যায় তাই অাধ শুয়ে আধ বসিয়ে ভাবিতেছে কত কথা । চোথের উপরে মেঘ ভেসে যায় উড়ে উড়ে মামু পার্থী, সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকি থাকি । মধুর আলস মধুর আবেশ মধুর মুখের হাসিটি