পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७१ ) এ কাননে বসি গাহিব গান স্বথের স্বপনে কাটাব প্রাণ, খেলিব দুজনে মনের খেলা রে (প্রাণে) রচিবে মিশি দিবস নিশি আধো আধো ঘুম ঘোর ॥ توانا | ভৈরবী—তাল আড়াঠে কা । মা এক বার দাড়াগো হেরি চন্দ্ৰানন । অর্ণধার করে কোথায় যাবি শূন্য ভবন ! মধুর মুথ চাসি হাসি, অমিয় রাশি রাশি মা হাসি কোথায় নিয়ে যাসরে, আমরা কি দেখে জুড়াব জীবন : ৬৯ ৷ ভৈরবী । শুনলে শুনলো বালিক, রাধ কুসুম মালিকা, কুঞ্জ কুঞ্জ ফেরত্ন সখি শ্যামচন্দ্ৰ নাহিরে ।