পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ রম। তৃতীয় অঙ্ক বেণী । কেন, সে কি পীর প্যাগম্বর ? বাগে পেলে তাকে ছড়িতে হবে নাকি ? তুষ্ট বলিস কি ? রমা । ( মৃদুকণ্ঠে ) রমেশদ যদি জেলেই যান, সে কি আমাদেরই কলঙ্ক নয় ? বেণী । কেন ? কেন শুনি ? রমা। আমাদেরই আত্মীয, আমরা না বাঁচালে লোকে ত আমাদেরষ্ট ছি ছি করবে। বেণী । যে যেমন কাজ করবে সে তার তেমন ফল ভুগবে ; আমাদের কি ? রমা। রমেশদ তো সত্যিই আর চুরি-ডাকাতি কোরে বেড়ান না । বরঞ্চ, পরের ভালর জন্যেই নিজের সর্বস্ব দিচ্চেন সে কথা ত কারে: কাছে চাপা নেই। তার পরে আমাদেরও ত গায়ে মুখ দেখাতে স্থলে । রম । তোর হ’ল কি বল ত বোনু ? রম । গায়ের লোকে ভয়ে মুথের সাম্নে কিছু না বলুক আড়ালে বলবেই। তুমি বলবে আড়ালে রাজার মাকেও ডাইনি বলে। কিন্তু ভগবান ত আছেন ? নিরপরাধীকে মিছে কোরে শাস্তি দেওয়ালে তিনি ত্ব রেহাই দেবেন না । বেণী । হা রে কপাল! সে ছোড়া বুঝি ঠাকুর-দেবতা কিছু মানে শিবের মন্দিরটা ভেঙে প’ড়চে—মেরামত করবার জন্যে তার কাছে লোক পাঠাতে সে স্থাকিয়ে দিয়ে বলেছিল, যারা তোমাদের পাঠিয়েছে তাদের বল গে বাজে খরচ করবার টাকা নেই আমার । শোন কথা । এটা হ’লো বাজে খরচ, আর কাজের খরচ হচ্চে ছোটলোকদের ইস্কুল করে দেওয়া । তাছাড়া বামুনের ছেলে সন্ধ্য-জাহ্নিক কিছুই করে না, শুনি মোছলমানের হাতে পর্য্যস্ত জল খায় ! দুপাত ইংরাজী পোড়ে আর f