পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**म चैि। রুম 8షి রমেশ । ‘ન আমি বোল্ব না। আমি নিশ্চয় জানি, তুমি সমস্তই জান । هیحه বিশ্বেশ্বরী। সব না জানলেও কতক জানি বটে কিন্তু ঠিক সেই জন্যেই তোকে আমি কোথাও যেতে দেব ন রমেশ । রমেশ । কিন্তু এখানে কেউ আমাকে চায় না জ্যাঠাইমা ? বিশ্বেশ্বরী। চায় না বলেই তোর পালন চলবে না রমেশ । এই ৰে ডাল-কুট খাওয়া দেহের বড়াই করছিলি সে কি শুধু পালনের জন্তে ? ই রে, গোপাল সরকার বলছিল কি একটা রাস্ত মেরামতের জন্তে তুই চাদ ভুগছিলি । তার কি হোলে ? রমেশ । আচ্ছ, এই একটা কথাই তোমাকে বলি । কোন পথট। জান ? যেটা পোষ্টাফিসের সুমুখ দিয়ে বরাবর ষ্টেশনে গেছে। বছর পাচেক পূৰ্ব্বে বৃষ্টিতে ভেঙ্গে এখন একটা প্রকাও গৰ্ত্ত হয়ে আছে। লোক পা পিছলে হাত-পা ভেঙ্গে পার হয় কিন্তু মেরামত করে না। গোট কুড়ি টাকা মাত্র খরচ, কিন্তু এর জন্তে আজ আট দশ দিন ঘুরে ঘুরেও আট দশটা পয়সা পাই নি। কাল মধুর দোকানের সাম্নে দিয়ে রাত্রে আস্চি, কানে গেল কে একজন আর সকলকে বারণ করে দিয়ে বলচে, তোরা কেউ একটা পয়সাও দিস নে। জুতে পায়ে মসমসিয়ে হাট, ছচাকার গাড়ীতে ঘুরে বেড়ান,—ওরই ত গরজ। কেউ কিছু না দিলে ও আপনিই সারাবে। না করে ‘বাবু-বাবু’ বলে একটু খানি পিঠে হাত বোলানে । ব্যস্ ! বিশ্বেশ্বরী। (হাসিয় ) ওরা অমন বলে। তাই দেন বাপু সারিয়ে । তোর দাদা মশায়ের ত ঢের টাকা পেয়েছিস । রমেশ । ( রাগিয়া উঠিয়া ) কিন্তু কেন দেবো ? আমার ভারি দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের ইস্কুলের জন্তে খরচ করে 穆