বিষয়বস্তুতে চলুন

পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশু রমা ግጬ দিদি ঠাকরাণ, তিন বাপ ব্যাটায় মোরা চটাতে নারলাম । আঁধারে বাঘের মত তেনার চোখ জ্বলতে লাগল। কইলেন, আকবর, বুড়োমানুষ তুই সরে যা । বঁtধ কেটে না দিলে সারা গেেয়র লোক মারা পড়বে, তাই কেটুতেই হবে । তুইও ত রে চাষী, তোর আপন গায়েও তো জমী-জমা আছে, সম্ঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর ক্যামন লাগে ? মুই সেলাম কোরে কইলাম, আল্লার কিরে ছোটবাবু, তুমি একটবার পথ ছাড় । দিদি ঠাকরাণ পাঠিয়েছে মোদের, মোরা জান কবুল দিষ্টচি। তিনি চম্কে উঠে কইলেন, তোদের রম পেঠিয়েছে আকবর, আমারে মারতে ? মুই কইলাম তবে বাধ এটকোন ছোটবাবু, ঘরকে যাও। : তোমার আড়ালে দাড়িয়ে ঐ যে কয় মৃন্মুন্দি মুয়ে কাপড় জড়ায়ে ঝপাঝপ কোদাল মারচে ওদের শিরগুল ফাক কোরে দিয়ে যাই । বেণী । বেইম্যান ব্যাটার, —তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্চে ! - আকৃবর । ( তিন বাপ-ব্যাটায় প্রতিবাদের ভঙ্গিতে গত তুলিয়া ) খবরদার বড়বাবু। বেইমান কোয়ে না । মোরা মোছলমানের ছ্যালে সব সইতে পারি,—ও পারিনা I–( হাত দিয়া কতকটা রক্ত মুছিয়া ফেলিয়া ) আরে বেইমান কয় দিদি । ঘরের মধ্যে ব’সে বেঈমান কইচো, বড়বাবু, চোখে দেখলে জানতে পারতে ছোটবাবু কি ! বেণী । ( মুখ বিকৃত করিয়া) ছোটবাবু কি! তাই থানায় গিয়ে জানিয়ে আয় না ? বলবি, তুই বাধ পাহারা দিচ্ছিলি ছোটবাবু চড়াও হয়ে তোরে মেরেছে । আকবর । ( জিভ কাটিয়া ) তোবা, তোবা! দিনকে রাত করতে বল বড়বাৰু? বেণী। না হয় আর কিছু বলবি । আজ রাত্তিরে গিয়ে যথম দেখিয়ে