2) e রমা তৃতীয় অঙ্ক একদিক্ দিয়া রম ও অপর দিক দিয়া দাসীর প্রবেশ রমা। জ্যাঠাইমা কোথায় রাধা ? দাসী। এই মাত্র পূজো করতে গেলেন দেরি হবে না দিদি, একটু বোস না ? বেণী প্রবেশ করিল, এবং তাহাকেই দেখিয় দাসী সরিয়া গেল বেণী । তোমাকে আসতে দেখেই এলাম রমা। অনেক কথা আছে । মা বুঝি পুজো করতে গেলেন ? রম । তাই ত রাধা বললে । বেণী । অনেক চালু ভেবে কাজ করতে হয় দিদি, নইলে শক্রকে জব্দ করা যায় না । সেদিন মনিবের হুকুমে যে ভজু্যা লাঠি হাতে বাড়ী চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল সে কথা তুমি যদি না থানায় লিখিয়ে দিতে, আজ কি ব্যাটাকে এমন হাজতে পোরা যেত ? অম্নি ঐ সঙ্গে রমেশের নামটাও যদি দুকথা বা{ড়য়ে গুছিয়ে লিথিয়ে দিতিস্ বোন ! আমার কথাটায় তখন তোরা ত কেউ কান দিলি নে —ন না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না । আর তাই যদি হয়, তাতেই বা কি ! জমিদারী রাখতে গেলে কিছুতে হটলে চলে না।--কিন্তু রমেশও কষ্ট দিতে আমাদের ছাড়বেন দাদামশায়ের লাখো টাকা মেরেছে,— পীরপুরে খুলেছে ইস্কুল। এমনিই ত মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার উপর লেখাপড় শিখলে জমিদারী রাখা না রাখা আমাদের সমান হবে, তা এখন থেকে বলে রাখচি । রম । আচ্ছা বড়দা, বিবয়-সম্পত্তি যদি নষ্ট হয়েই যায় তাতে রমেশদার নিজের ক্ষতিও ত কম নয় ? বেণী । ( ঈষৎ চিন্তা করিয়া) ছ। কি জান রম, এতে নিজের
পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৯
অবয়ব