পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भशाब्राण्डै छौबज-थस्राऊ BBBB BBBS BB BBBBB BBB DDBB S BBD BBD DBBB BBBS BBBBS গঠন স্পষ্ট দেখা যাইতেছে না। মস্তকে প্রকাণ্ড উষ্ণৗষ, এরুপ প্রকাণ্ড যে বদনমণ্ডল যেন তাহার ছায়াতে আবৃত রহিয়াছে r সায়েস্তাখাঁ সাদরে দতকে আহবান করিয়া উপবেশন করিতে বলিলেন । i সায়েস্তাখাঁ জিজ্ঞাসা করিলেন,—সিংহগড়ের-সংবাদ কি ? মহাদেওজী একটী সংস্কৃত শ্লোক বলিলেন,— সস্তি নদ্যো দন্ডকেষ তথা পঞ্চবটীবনে । সরয়াবিচ্ছেদশোকং রাঘবস্তু কথং সহেৎ ॥ অর্থাৎ দণ্ডকারণ্যে পঞ্চবটীবনে শত শত নদী আছে, কিন্তু তাহা দেখিয়া কি রাঘব সরয নদীর বিচ্ছেদদুঃখ ভুলিতে পারেন ? সিংহগড় প্রভৃতি শত শত দগে এক্ষণও শিবজীর হন্তে আছে, কিন্তু পনো আপনার হস্তগত, সে সস্তাপ কি তিনি ভুলিতে পারেন ? সায়েস্তাখাঁ পরিতুষ্ট হইয়া বলিলেন-হাঁ, তোমার প্রভুকে বলিও, প্রধান দাগ আমি হস্তগত করিয়াছি, এক্ষণে তাঁহার যুদ্ধ করা বিফল, দিল্লীশ্বরের অধীনতা স্বীকার করিলে বরং এখনও আশা আছে । ব্রাহ্মণ ঈষদ্ধাস্য করিয়া পনরায় একটী সংস্কৃত শ্লোক বলিলেন, ন শক্তোহি স্বাভিলাষং জ্ঞাপয়িতুশ্চাতকঃ। জ্ঞাত্বা তু তৎ বারিধরন্তোষয়তি যাচকং ॥ “འི་སྐ༣ অর্থাৎ চাতক কথা কহিয়া আপন অভিলাষ মেঘকে জানাইতে পারে না, কিন্তু মেঘ সেই অভিলাষ বঝিয়া আপনার দয়াবশতঃই তাহা পণ করে। মহাজনের যাচককে দিবার এইরুপ রীতি। প্রভু শিবজী এক্ষণে পনা ও চাকন হারাইয়া সন্ধি প্রাথনা করিতেও লজা বোধ করেন, কিন্তু ভবাদশ মহল্লোক তাঁহার মনের অভিলাষ জানিয়া অনুগ্রহ করিয়া যাহা দান করিবেন তাহাই শিরোধায সায়েস্তাখাঁ আনন্দ সম্বরণ করিতে পারিলেন না। বলিলেন,—পণ্ডিতজী, তোমার পাডিত্যে আমি যে কতদর পরিতুষ্ট হইলাম বলিতে পারি না, তোমাদিগের সংস্কৃত ভাষা কি সমধর ও ভাবপরিপািণ। যথার্থই কি শিবজী সন্ধির ইচ্ছা করিতেছেন ? মহাদেওজনী বলিলেন,— কেশরিণঃ প্রতাপেন ভয়বিদগ্ধচেতস: | ত্ৰাহি দেব রহি রাজ ইতি শ্ৰবন্তি ভূচরীঃ ॥ অর্থাৎ দিল্লীশ্বরের সৈন্যের দোন্দ"ড প্রতাপে বিপৰ্য্যস্ত ও ব্যতিব্যস্ত হইয়া আমরা কেবল ত্রাহি ত্ৰাহি এই শব্দ করিতেছি । সায়েস্তাখাঁ এবার আহমাদ সম্বরণ করিতে পারিলেন না, বলিলেন,—ব্রাহ্মণ ! আপনার শাস্ত্রালোচনায় সস্তুস্ট হইলাম, এক্ষণে যদি সন্ধির কথাই বলিতে আসিয়া থাকেন তবে শিবজী যে আপনাকে নিযুক্ত করিয়াছেন, তাহার নিদশন কৈ ? ব্রাহ্মণ তখন গম্ভীরভাবে বসেন্দ্রর ভিতর হইতে নিদশনপত্র বাহির করিলেন। অনেকক্ষণ পৰ্য্যন্ত সায়েস্তাখাঁ সেইটী দেখিলেন। পরে বলিলেন,—হাঁ, নিদশনপত্র দেখিয়া সস্তুস্ট হইয়াছি। এক্ষণে কি কি প্রস্তাব করিবার অাছে বলন । মহাদেওজী। প্রভুর এইরুপ আজ্ঞা যে যখন প্রথমেই আপনাদিগের জয় হইয়াছে, তখন আর যুদ্ধ করা ব্যথা। সায়েস্তাখাঁ। ভাল। মহাদেওজী। সতরাং সন্ধির জন্য তিনি উৎসকে হইয়াছেন। সায়েস্তাখাঁ। ভাল । - মহাদেওজী । এক্ষণে কি কি নিয়মে দিল্লীশ্বর সন্ধি করিতে সক্ষমত হইবেন তাহা তিনি উৎসকে। জানিলে অবশ্য সেগুলি পালন করিতে যত্নবান হইবেন। সায়েস্তাখাঁ। প্রথম দিল্লীশ্বরের অধীনতা স্বীকার। তাহাতে আপনার প্রভু স্বীকৃত আছেন ? ,齡 মহাদেওজী। তাঁহার সম্মতি বা অসম্পমতি জানাইবার আমার অধিকার নাই। মহাশয় যে যে ఫి$పి SS !