পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমেশ রচনাবলী झङ्कुष्म"भ गिब्रट्क्रम ६ ब्राछा छम्न िनरङ् নরকুলোত্তম তুমি– বিদ্যা, বৃদ্ধি, বাহুবলে অতুল জগতে। —মধ্যসদন দত্ত। পবেই বলা হইয়াছে যে, আরংজীব সায়েস্তাখাঁ ও যশোবস্তসিংহ উভয়কেই অকৰ্ম্মশ্য বিবেচনা করিয়া তাঁহাদিগকে ডাকাইয়া পাঠাইয়াছিলেন, ও নিজ পত্র সলতান মোয়াজীমকে দক্ষিণে প্রেরণ করেন এবং তাঁহার সহায়তার জন্য যশোবস্তকে পনেরায় প্রেরণ করেন। তাঁহারাও বিশেষ ফললাভ করিতে না পারায় সমাট অবশেষে তাঁহাদিগকে স্থানান্তরিত করিয়া অম্বরাধিপতি প্রসিদ্ধনামা রাজা জয়সিংহ ও তাঁহার সহিত দিলওয়ারখাঁ নামক একজন বিক্রমশালী আফগান সেনাপতিকে দক্ষিণে প্রেরণ করিলেন। ১৬৬৫ খঃ অব্দে চৈত্র মাসের শেষভাগে জয়সিংহ পনায় উপস্থিত হইলেন। সায়েস্তাখাঁর ন্যায় নিরুৎসাহ হইয়া বসিয়া না থাকিয়া তিনি দিলওয়ারখাঁকে পরেন্দর দগে আক্রমণ করিতে আদেশ করিলেন, এবং স্বয়ং সিংহগড় বেস্টন করিয়া রাজগড় পৰ্য্যস্ত সসৈন্যে অগ্রসর হইলেন। শিবজী হিন্দ-সেনাপতির সহিত যুদ্ধ করিতে পরামখে, বিশেষ জয়সিংহের নাম, সৈন্যসংখ্যা, তীক্ষবিদ্ধি ও দৈাদণ্ডপ্রতীপ তাঁহার নিকট অবিদিত ছিল না। সেইরুপ পরাক্রাস্ত সেনাপতি বোধহয় সম্রাট আরংজীবের আর কেহই ছিলেন না। তাৎকালিক ফরাসী ভ্রমণকারী বেণীয়ে লিখিয়া গিয়াছেন যে, সমগ্র ভারতবষে জয়সিংহের ন্যায় বিচক্ষণ, বৃদ্ধিমান, দরদশী লোক আর একজনও ছিলেন না। শিবজী প্রথম হইতেই ভগ্নোৎদ্যম হইলেন, ও বার বার জয়সিংহের নিকট সন্ধি-প্রস্তাব পাঠাইতে লাগিলেন, কিন্তু তীক্ষাবৃদ্ধি জয়সিংহ প্রথমে এ সমস্ত প্রস্তাব বিশ্বাস করিলেন না। অবশেষে শিবজীর বিশ্বস্ত মন্ত্রী রঘুনাথপন্থ ন্যায়শাস্ত্রী দতবেশে জয়সিংহের নিকট আসিলেন, ও রাজাকে বিশেষ করিয়া বুঝাইলেন যে, শিবজী রাজা ংহের সহিত চতুরতা করিতেছেন না, তিনিও ক্ষত্রিয়, ক্ষত্রিয়োচিত সম্মান তিনি জানেন । শাস্মজ্ঞ ব্রাহ্মণের এই সত্যবাক্য রাজা জয়সিংহ বিশ্বাস করিলেন, তখন রাহ্মণের হস্তধারণ করিয়া বলিলেন, —দ্বিজবর! আপনার বাক্যে আমি আশ্বস্ত হইলাম। রাজা শিবজীকে জানাইবেন যে, দিল্লীর সমাট তাঁহার বিদ্রোহাচরণ মাজ’না করিবেন, পরস্তু তাঁহাকে যথেস্ট সম্মান করিবেন, সেজন্য আমি বাক্যদান করিতেছি। আপনার প্রভুকে বলিবেন, আমি রাজপত রাজপতের বাক্য অন্যথা হয় না। ইহার কয়েক দিন পর বর্ষাকালে রাজা জয়সিংহ আপন শিবিরে সভার মধ্যে বসিয়া রহিয়াছেন, একজন প্রহরী আসিয়া সংবাদ দিল,—মহারাজের জয় হউক! রাজা শিবজী স্বয়ং বহিদ্বারে দন্ডায়মান রহিয়াছেন, মহারাজের সহিত সাক্ষাৎ প্রার্থনা করিতেছেন। সভাসদ সকলে বিস্মিত হইলেন, রাজা জয়সিংহ স্বয়ং শিবজীকে আহবান করিতে শিবিরের বাহিরে যাইলেন। বহু সমাদরপবেক তাঁহাকে আহবান ও আলিঙ্গন করিয়া শিবিরাভ্যস্তরে আনিলেন ও রাজগদিতে আপনার দক্ষিণদিকে বসাইলেন। শিবজীও এইরুপ সমাদর পাইয়া যথেষ্ট সম্মানিত হইলেন। রাজা জয়সিংহ ক্ষণেক মিন্টালাপ করিয়া অবশেষে বলিলেন-রাজন! আপনি আমার শিবিরে আসিয়া আমাকে সম্মানিত করিয়াছেন, এই শিবির আপন গহের ন্যায় বিবেচনা করিবেন। শিবজী। রাজন ! এ দাস কবে আপনার আজ্ঞাপালনে বিমুখ ? রঘুনাথপন্থ দ্বারা আপনি দাসকে আসিতে আদেশ করিয়াছিলেন, দাস উপস্থিত হইয়াছে। আপনার মহং আচরণে আমিই সন্মানিত হইয়াছি। জয়সিংহ। হাঁ, রঘুনাথ ন্যায়শাস্ত্রীকে যাহা বলিয়াছিলাম তাহা স্মরণ আছে। রাজন ! আমি যাহা বলিয়াছিলাম তাহা করিব, দিল্লীশ্বর আপনার বিদ্রোহাচরণ মাজ’না করিবেন, আপনাকে রক্ষা করিবেন, আপনাকে যথেস্ট সম্মান করিবেন, এ বিষয়ে"আমি বাক্যদান করিয়াছি, রাজপতের কথা অন্যথা হয় না। ●bf8