পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবাজী। ন্যায়শাস্ত্ৰী! বাল্যকালে কঞ্চকণপ্রদেশের কথকদিগের, যে কথা শুনিতাম, চাঁদ কবির যে গীত শনিতাম, তাহা কি আপনার মনে পড়ে ? ঐ ভগ্ন দাগ প্রাসাদপণ ও বহ জনাকীর্ণ ছিল, পতাকা ও তোরণ-শোভিত একটী বিস্তীর্ণ নগর ছিল। রাজসভায় যোদ্ধাৰগ': বেষ্টিত হইয়া রাজা বসিয়া আছেন, বাহিরে যতদরে দেখা যায়, পথে, ঘাটে, বাটীতে, প্রাঙ্গণে ও নদীতীরে নাগরিকগণ আনন্দে উৎসব করিতেছে! বহা বিস্তীণ বাজারে ক্রয়-বিক্রয় হইতেছে, উদ্যানে লোকে আনন্দে নত্যগীত করিতেছে, সরোবর হইতে ললনাগণ কলস করিয়া জল লইয়া যাইতেছে, প্রাসাদ-সম্মুখে সেনাগণ সসজ দণ্ডায়মান রহিয়াছে; বাদ্যকর সানন্দে বাদ্য করিতেছে। প্রভাতের সষ্যে এই অপরুপ দশ্যের উপর সন্দের রশিম বর্ষণ করিতেছেন, এমত সময়ে মহম্মদ ঘোরীর দতে রাজসভার প্রবেশ করিল। সে কথা কি আপনার মনে পড়ে ? ন্যায়শাস্ত্রী। রাজন ! চাঁদ কবির কথা মনে আছে, কিন্তু আপনি আর একবার সে কথা বলন। আপনার মুখে সে কথা বড় মিন্ট লাগিতেছে। শিবজী। মুসলমান-দতে পাথরায়কে বলিল,—মহারাজ ! মহম্মদ ঘোরী আপনার রাজ্যের অদ্ধাংশমাত্র লইয়া সন্ধিস্থাপন করিতে সম্মত আছেন; তাহাতে আপনার কি মত? মহানুভব পাথরায় উত্তর করিলেন,—যবে সষ্যেদেব আকাশে অন্য একটী সত্য"কে স্থান দিবেন, পাথরায় সেই দিন স্বীয় রাজ্যে অন্য রাজাকে স্থান দিবেন। মুসলমান-দত পনরায় বলিল,—মহারাজ ! আপনার শ্বশুর মহাশয় মহম্মদ ঘোরীর সহিত । সন্ধি করিয়াছেন, আপনি যুদ্ধক্ষেত্রে মসলমান ও রাঠোর সৈন্য একত্রিত দেখিতে পাইবেন। পাথরায় উত্তর করিলেন,—শ্বশুর মহাশয়কে প্রণাম জানাইবেন ও বলিবেন, আমিও স্বয়ং যাইতেছি, অবিলবে সাক্ষাৎ করিয়া তাঁহার পদধলি গ্রহণ করিব। অবিলম্বেব চোহান সৈন্য ঐ প্রশস্ত দাগ হইতে নিম্ফাস্ত হইল, তিরোরীর যুদ্ধে যবন ও রাঠোর সৈন্য পাথরোয়ের সম্মুখে বায়ন-তাড়িত ধলিবৎ উড়িয়া গেল, আহত ঘোরী কন্টে পলায়ন করিয়া প্রাণরক্ষা করিল ! * রঘুনাথ ! সে দিন গিয়াছে, এক্ষণে চাঁদ কবির গীত কে গাইবে, কে শ্রবণ করিবে? তথাপি এস্থানে দণ্ডায়মান হইলে, আমাদিগের পাব পরষেদিগের অবিনশ্বর কীৰ্ত্তি শ্রবণ করিলে, স্বপ্নের ন্যায় নব নব আশা মনে উদয় হয়। এই বিশাল কীৰ্ত্তিক্ষেত্র চিরদিন তিমিরাবত থাকিবে না ভারতের গৌরবের দিন এখনও উদিত হইবে। জগদীশ্বর রশ্নকে আরোগ্য দান করেন, দাবলকে বলবান করেন, জীণ পদদলিত ভারত-সন্তানকে তিনি এখনও উন্নত করিতে পারেন। टाटम्नाबि१श्र अब्रिटुङ्म : ब्राञजिरङ् বাপের সদশে বীর সমান সমান। —কাশীরাম দাস । শিবজী ও তাঁহার পত্র শম্ভুজী শিবিরে উপবেশন করিয়া আছেন, এমত সময় একজন প্রহরী আসিয়া বলিল,—মহারাজ ! জয়সিংহের পত্র রামসিংহ অন্য একজন সৈনিকের সহিত সম্রাটের আদেশে মহারাজকে দিল্লীতে আহবান করিতে আসিয়াছেন। উভয়ে স্বারে দন্ডায়মান আছেন। শিবজী। সাদরে লইয়া আইস। উগ্রস্বভাব শম্ভুজী বলিলেন,—পিতঃ! আপনাকে আহবান করিতে আরংজীব কেবল দুইজন মাত্র দতে পাঠাইয়াছেন ? শিবজী আরংজীবকৃত এই অবমাননায় মনে মনে কুদ্ধ হইলেন, কিন্তু সে ক্রোধ প্রকাশ করিলেন না। ক্ষণেক পরেই রামসিংহ শিবিরে প্রবেশ করিলেন। রাজপত যবেক পিতার ন্যায় তেজস্বী ও বীর, পিতার ন্যায় ধৰ্ম্মমপরায়ণ ও সত্যপ্রিয়। তীক্ষবিদ্ধি শিবজী, যুবকের মখেমণ্ডল দেখিয়াই তাঁহার উদার ও অকপট চরিত্র বুঝিলেন, তথাপি আরংজীবের কোন কু-অভিসন্ধি আছে কি না, দিল্লী-প্রবেশে বিপদ আছে কি না; কথাচ্ছলে জানিবার প্রয়াস করিলেন। রামসিংহ পিতার নিকট শিবজীর বীৰ্য্য ও প্রতাপের কথা অনেক শনিয়াছিলেন,

  • >象