পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्भश्च ब्रफ़नाबलाँ শরতের মাতা। ভগবান জীবিত রাখিয়াছেন; কিন্তু মনের সখেলাভ করিতে পারি নাই । আমার কন্যা কালীতারা আজি কয়েক মাস বিধবা হইয়াছে। গরদেব নীরবে একটী আশ্রমবিন্দ ত্যাগ করিলেন, বলিলেন-মা, রোদন করিও না, ভগবানের যাহা ইচ্ছা তাহাই সাধিত হইবে, কে নিবারণ করিতে পারে ? - _ শরতের মাতা। সে কথা সত্য। কিন্তু কালীর বিবাহের সময় আমি গ্রামের ব্রাহ্মণ পণ্ডিতের মত অনুসারে কাৰ্য্য করিয়াছিলাম। আপনি নিষেধ করিয়াছিলেন, আপনার কথা শুনিলে এ কট সহ্য করিতে হইত না, বাছা কালীকে এই বয়সে জলে ভাসাইতাম না। সেই সস্তাপ আমার মনে দিবানিশি জনলিতেছে। গরদেব। আপনাকে দোষ দিবে না। এ সমস্ত মনষ্যের হাত নহে, এ সকল বিষয়ে আমাদের পরামর্শ অতি অকিঞ্চিৎকর । আমরা অনেক পরামশা করিয়া, অনেক চিন্তা করিয়া, ভাল বুঝিয়াই কাজ করি, মহত্বমধ্যে আমাদিগের কল্পনা ও চিন্তা বিফল হইয়া যায়, ভগবান আপনার অভীপ্ট অনুসারে কায্য করেন। শরতের মাতা। তথাপি সৎপরামশ লইয়া করিলে পরে আক্ষেপ থাকে না। পিতা, সেই জন্য অদ্য আপনার কাছে আর একটী বিষয়ে সৎপরামশ লইতে আসিয়াছি। একটী ক্রিয়া সম্প্রবন্ধে আপনার মত লইতে আসিয়াছি। গরদেব। মা, তুমি জানই ত আমি ক্রিয়াকমে যাওয়া অনেক বৎসর অবধি বন্ধ করিয়াছি, কোন শাস্ত্রীয় মতামতও দিতে এখন সমথ নহি । আমা অপেক্ষা বিজ্ঞ অনেক ব্রাহ্মণ পণ্ডিত কলিকাতায় ও নবদ্বীপে আছেন, শাস্ত্ৰ-আলোচনা করাই তাঁহাদের ব্যবসা, ক্রিয়া অনুষ্ঠানে তাঁহারা সদক্ষ, মতামত দিতেও তাঁহারা সপোরগ। আমি সে ব্যবসা অনেক দিন ছাড়িয়া দিয়াছি, কেবল পরকালের সখের জন্য প্রত্যহ দেব-অচ্চনা করি, মনের তুটির জন্য একটা ইচ্ছানুসারে শাস্ত্রাদি পাঠ করি। সে অতি সামান্য। শরতের মাতা। পিতা, যদি কেবল একটী ক্রিয়া সম্বন্ধে মত লইবার আবশ্যক হইত, তাহা হইলে আপনাকে বিরক্ত করিতে আসিতাম না, কিন্তু আপনারা আমার স্বামিদেবের বংশানুগত ংষ্ট্রকেট বিপদ আপদ হইলে আপনার নিকট পরামর্শ লইব না ত কাহার নিকট मु সংসারের জন্য যেটুকু স্নেহ ও মমতা করিবেন, কে সেরাপ করিবে ? আমাদের আর কে সহায় আছে ? গরদেব। মা, রোদন করিও না, আমার যথাসাধ্য আমি তোমাদের জন্য করিব। কিন্তু ব্যুদ্ধের ক্ষমতা অলপ, বিদ্যাও অলপ। শরতের মাতা। যাঁহারা অধিক বিদ্যার অভিমান করেন, তাঁহাদের পরামশ লইতে আমার রচি হয় না। আপনার কতটুকু বিদ্যা তাহা আমাদের বঙ্গদেশে অবিদিত নাই, তাহা না হইলে ক্ষুদ্র পল্লীতে আপনার ক্ষুদ্র কুটীরে কাশী প্রভৃতি দরদেশ হইতে বিদ্যাথিগণ আসিতেন না। পিতা, আপনার কথাই আমার পক্ষে বেদবাক্য। গরদেব। মা, তোমার ভ্রম হইয়াছে, আমার শাস্ত্রজ্ঞান সামান্য। আমাদের শাস্ত্র সমুদ্রতুল্য, আমি গন্ডষে মাত্র জল গ্রহণ করিয়াছি। অধ্যায়ীদিগের সহিত কথাবাত্ত কহিতে আমার বড় ভাল লাগে, তাঁহাদের জন্য আমার মনে একটা স্নেহ উদয় হয়, সেই জন্যই দুই একজন আমার নিকট আসেন, সম্প্রতি কাশী হইতে এই ব্রহ্মচারী ঠাকুর আসিয়াছেন। শরতের মাতা। পিতা, সেই স্নেহটকু পাইবার জন্য আমিও আসিয়াছি, কন্যাকে স্নেহ করিয়া একট পরামর্শ দিন। গরদেব। মা, বল তোমার কি বলিবার আছে, আমি তোমার স্বামীর বংশ বহুকাল অবধি ु बममा किमछा যদি তোমাদের কোনও উপকার সাধন করিতে পারি, সাধ্যানসারে তাহা কারব। শরতের মাতা ধীরে ধীরে কহিলেন–পিতা, আমার পত্র শরতের সহিত একটী বালবিধবার বিবাহের কথা হইতেছে, সেই বিষয়ে আপনার মত, আপনার পরামর্শ, আপনার আশীব্বাদ লইতে আসিয়াছি। 8ミミ

    • - § {* To o |