বিষয়বস্তুতে চলুন

পাতা:রসকেলী.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রসকেলী।

ব্রতকথা মানে যেতে যে অছি।
নিষ্ঠারে করিব কহি বিশেষি॥
সেথকু যে হরি সদয় হুঅ।
তেবে যে লেখিবা হোই নির্ভয়॥
ভক্তিরে শ্রীহরি পদকু স্মরি।
লেখিলা দ্বিজ যে হীন মুরারী॥


দ্বিতীয় ছাঁদ~

ভাদ্রর মাসর গুরুর দিন।
সেদিন জনর পূর্ণ যৌবন॥
মনরে পাইণ আত আনন্দ।
রসকেলী কলে নিজ গোবিন্দ॥
শ্রীকৃষ্ণ পাইণ জোছনা দিন।
রঙ্গ করি থিলে রাধা সঙ্গেণ॥