পাতা:রসায়ন চিকিৎসা - ভুবনচন্দ্র বসাক.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

盗之 রসায়ন চিকিৎসা । শিলাজত্ব। গুণ - কটু, তিক্ত, তীক্ষ্মণ, গরম, পাকে কটু, রসায়ন, ংযোজক, কফ, প্ৰমেহ, পাথরী, শর্করা, মুত্ৰকৃচ্ছ, ক্ষয়, কামল, শ্বাস, বাতিরক্ত, অৰ্শ, পাণ্ড, রোগ, স্বৰ্গী, উন্মাদ, শোখ, কুষ্ঠ, উন্দরী, ক্রিমি, জ্বর এইসব রোগ নাশক । চারি জাতির ভিন্ন২ লক্ষণ ও গুণ - সুবৰ্ণ যুক্ত পৰ্বতের শিলা জতুর রঙ চাঁপা ফুলের ন্যায় উহ্য রসে মিষ্ট, কটু, তীক্ষ, শীতল, পাকে কটু। রৌপ্য যুক্ত পাহাড়ের তাঅবর্ণ রঙ হয়। উহা শীতল, কটু, পাকেও কািট । তাম্র, পৰ্বতের শিলাজতু ময়ূরের কণ্ঠের ন্যায় রঙ হয়। উহা তেজী, গরম । লৌহ সংযুক্ত, পর্বতের জটায়ু বৃক্ষের ন্যায় রঙ হয়। উহা তীক্ষু, ক্ষার, পাকে কটু ও শীতল হয় । ( সৰ্ব্ব শ্রেষ্ঠ ) ईौद्ध । ' জারিতের গুণ - তুষ্ট, বল, বীৰ্য্য, বর্ণ ও সৌখ্য কারী, সেবনে সর্ব রোগ নাশ করে । অশোধিত হীরার দোষ - কুষ্ঠাদি রোগ জন্মায় } sex-Xe হরিতাল । গুণ - কটু, স্নিগ্ধ, চিঙ্কণ, কষায়। গরম, বিষ, চুলকানি, কুষ্ঠ, জ্বর, মুখরোগ, রক্ত, পিত্ত, কেশ, প্ৰলাপ, ৰমন, গুল্ম, প্লীহা, চৰ্ম্মরোগ, বাত,রক্ত, ব্ৰণ এই সব রোগ । .. नाँ*ः, झषy ।।