পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সর্গ। 切r為 SSS JSSS SSS SSAAAASAASAASAASAASAAASSS JSSS SSS S নানাবিধ অলঙ্কারে লঙ্কেশ নিমেষে ; গ্ৰহিলেন নানাবিধ আয়ুধনিকরে। ঘোরনাদে নিনাদিল তুরী ভয়ঙ্কর, যেমতি বিশাল শৃঙ্গ প্রলয়ের কালে । মুহূৰ্ত্তে আইল রথ ; একলম্ফে বলী উঠিলা স্তন্দন পরে মন্ত রণমদে। ঝঙ্কারিল বৰ্ম্ম, অসি, তৃণ, শরাসন। নানা-অস্ত্রধর রক্ষ আইল কাতারে, আগ্নেয়ভূধর ভেদি ধূমপুঞ্জ যথা । বিদারি বিশাল শূন্ত ঘর্ঘর-নিনাদে, চালাইলা রথবর সারথিপ্রধান দীর্ঘবাহু। উদঘাটিল উত্তরতোরণ ; ভীমরবে রক্ষসেনা পশিল সমরে । ভীষণ আঁধারে ডুবিলেন দেব ত্বিষীম্পতি । টলটলি কঁাপিলা বসুধা। বারিপতি ঘোর গরজনে উদগরিলা ধূমপুঞ্জ গগনমণ্ডলে । শুেন, গৃধ্র, কাক, কঙ্ক, শৃগাল, কুকুর দল কোলাহল করি, চমকিল দশদিশ । রাঘবের বাম নেত্ৰ স্পন্দিল সহসা নিরাতঙ্কে,