পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

לגג রাঘব-বিজয় কাব্য ধরাগ হতে, অবিলম্বে ছায়াসম কায়া বাহরল ; হিম-ঋতু-সমাগমে ধূম যথা বহিরায় ধাপৃষ্ঠ ভেদি । অমনি সে ধূম সহ নিশাচরদেহ ধূমে পরিণত হ'ল নিমেষাবারে। মেঘ যথা মেঘ দহ মিশায় আকাশে, তেমতি উভয় দেহ মিশিল আঁধারে । ক্ষুদ্র হন্তে ক্ষুদ্রতর হইল তখন ষ্টে রাশি। যেমতি মুদ্র উচ্চে অনন্ত-আকাশে শোভে প্তেমরাজ উড়ি মণীবিদ্যুম। যেই পথে ধরাবাসী ডুব রসাতলে, সহজ সে পথ অতি। কিন্তু দেহধারী স্বশরীরে নাহি পারে পশিতে সে পথে। তাই দেহহীন মহী রক্ষচর সহ, শীঘ্ৰ যাইবার স্তরে পিতৃসন্নিধানে, চলিল সে পথ বাহি লঙ্ক-অভিমুখে। বিস্তৃত, পিছিল, খঞ্জ, মনোহর সেই পথ, স্নিগ্ধজালাময়, ধধিছে আঁধার পুরী শীতল দহনে।