পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8by SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SS রাঘব-বিজয় কাব্য । ধ্বনিল,-“লঙ্কেশ জয়, জয় রক্ষপতি।” বন্দি করজোড়ে আসি কহিল প্রকাশি– “মরিল যে আজিকার রণে, বাচিয়াছে পুনঃ, মহারাজ ।” অকস্মাৎ সিংহাসন ছাড়ি উঠিলা রাঘবরিপু ক্ষোভে, রোষে অগ্রসর কহিলা গর্জিয়া—“কে কহিল এ শুভ সংবাদ ? কেন বা আইলি তুই এই নিশাকালে ? বঁচিয়াছে, মরিয়াছে— তোর কিবা তাহে ? যা’ চলি এখনি, রক্ষোবংশে কীটাধম। আমি কি ডরাই তাহে ? দূর হ এখনি।” মহাতঙ্কে দেীবারিক চলি গেল দুরে । পুনঃ সিংহাসনে বসি ভাবিলা ধনদাল্লুজ অধীর-অন্তরে— “এই ক্ষুদ্র রক্ষকীট, কোন দোষে দোষী ? যেমত আদেশ, নিবেদিতে সেইমত আসিয়াছে পুরে । কিন্তু কিহেতু শিহরে প্রাণ শুনি এ বারতা ? এ কি ত্রাস ?—মহাঅসম্ভব । ত্রাস কভু জানি না জীবনে । এ কি বিভীষিকা ?—নিশাচরকুলে সে ত সদ অসম্ভব। পূৰ্ব্বস্তুতি যেন কিবা