পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সগ । && ধরণীর সিংহাসনে স্বতঃ-প্রতিষ্ঠিত। কিন্তু বিধাতার লীলা ;—অজিন-অসনে উভে, সাগর-সৈকতে, বসিয়া চঞ্চলচক্ষে এ রাক্ষসপুরে । সুষেণ সুমতি, নল, নীল, জাম্ববান, পবননন্দন, আনন্দে সন্মুখে সবে রয়েছে বসিয়া ; শশীর সম্মুখে বসি তারাদল যথা । চাহি ঋক্ষপাতমুখে ইক্ষুকু-গৌরব জিজ্ঞাসিলা কতক্ষণে বিজ্ঞ জাম্ববানে— “বহুক্ষণ রক্ষশ্রেষ্ঠে হেরি নি আমরা ;– কিহেতু বিলম্ব তিনি করেন কোথায়, জানিতে বাকুল চিত্ত হইয়াছে মম। তোমরাই সবে, এ আহবে একমাত্র সম্বল আমার । কত যে আয়াস দিলু তোমা-সবে আমি, কহিব কেমনে তাহ ? জানে অন্তর্যামী । ফিরি যে পাইকু পুনঃ লক্ষ্মণে এ শুভক্ষণে, সে কেবল তব আশীৰ্ব্বাদে। বায়ুস্থত, ত্বরায় আহবানে মিত্রবরে একবার আমার গোচরে ।” উত্তরিলা ঋক্ষপতি—“হে কৃতাস্তজয়ি, S SJSAAMAS JAAA AAAAS A SAS SSAS SSAS SSAS