পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সর্গ । ૨૯ છે কৃষ্ণ কলঙ্ক অঙ্কিত। কিহেতু এ সব, কহ মহারাজ, জ্ঞানী তুমি ; কোৰূহেতু সহি পরিতাপ এত ? প্রাচীন আপনি, দেখ বিচারিয়া। দে9 ফিরি বৈদেহীরে, বিলম্ব না করি। রাখ এই অনুরোধ, জোড়করে, হে মহীপ, করি এ মিনতি । রাজার উচিত সদা তুষিতে প্রজারে, দশের কথায় জয় ; ক্ষয় দশ-মুখে ।” অঙ্গুলি নিধায়ি, রোধিলা কর্ণকুহর কোণপাধিপতি। মহারোষভরে গর্জি দ্বারপালে কহিলা সম্বোধি—“কেন এত কোলাহল কর্ণদাহকর ? দূর কর এ জনতা ৷ দণ্ডাঘাতে দেও তাড়াইয়া ; অথবা যাইতে বল, ইচ্ছা হয় যদি, রাঘবের পদতলে । ভীরু-কাপুরুষবাস নহে লঙ্কাপুরী। পাল শীঘ্র রাজআজ্ঞা ।” কপালে করিয়া করাঘাত, চলি গেল পুরবাসী বিষঃ-অস্তরে । স্বেচ্ছাচারী ভূপতির, সৰ্ব্বস্থলে এই গৰ্ব্ব ; পৌরজন-আবেদনে হেন বধিরত,