পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সর্গ R ☾Ꮔ


SumitaBot (আলাপ) ০৪:২৫, ২২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) *-*-----

একাগ্র অন্তর, সস্তবিত রক্ষকুলে কৰ্ভু, মিত্ৰবোধে ? শত্ৰু-মিত্র-প্রভেদ সে কিবা ? মিত্রভাবে নিয়ত র্তাহার ধানে মগ্ন যেই দেহী, ধন্ত সেই এ সংসারে, নাহিক সংশয়, সত্য ; কিন্তু সেই জ্ঞানে,কহ, নাথ,—সেই জ্ঞানে কেবা অধিকারী { তাই অধিকারিভেদে, শত্রুজ্ঞান শ্রেয়ঃকল্প কড়। এই যে রাক্ষসকুল, ছিল কি জনেক এই কুলে, মিত্রভাবে, প্রাণময়,—প্রেমময়,—সদ-সহচর ভাবে, পারিত চিনিতে রাঘবেরে ? কিন্তু আজি শক্ৰবোধ ল'য়ে, দিবানিশি সেক্ট নাম মুখে,-সেই জ্ঞান, সেই চিন্তা, সেই জপতপঃ হইয়াছে সার। তন্ময়ত্ব মুক্তিহেতু, সেই হেতু বিদ্যমান আজি ভাগ্যবলে রাক্ষসের। অনাহীরে, অনিদ্রায়, রামরূপ চিন্তিয়াছে মনে হউক সে অরিরূপে, কিবা ক্ষতি তাহে ? কার্য সদা কারণপ্রস্বত ; তাই মুক্তিপথে আজি বাসনা-নিবদ্ধ কীট রক্ষকুলোদ্ভব। > *