পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সর্গ। ૨૭? যম-প্রভঞ্জন-আদি জীবঘাতী যত, কিংবা স্বর্গে বিদ্যাধরী, কলুষিত করে বা’র সে পুণ্যপ্রদেশ –সমুচিত শাস্তি সবে দিয়া থাকি যদি, জগতের হিততরে নখে কি সে, প্রিয়ে ? ভূতযোনি, প্রেত, যক্ষ, গন্ধৰ্ব্ব, কিন্নর, নাগকুল, একে. একে শাসিয়াঢ়ি সবে ; নহে কি সে লোক হিতস্তরে, রাণি ? দেখ বিচারিয়া । এই স্ক, এ রাক্ষসকুল, ধন্ত আজি ধরাবক্ষে, গৌরবমণ্ডিত ; কাহার প্রসাদে, প্রিয়ে, ভাবি দেখ ভূমি। হইয়াছে এলে হুইবার যাহা ? কহিলা মহিষী ? কিন্তু দোষী কি রাবণ তার ? কতবার, হায়, কহিয়াছি হেতু তোমা, জান সে সকলি । জগৎ যদ্যপি নিন্দে এই ভাগাহীনে, পারি সে সহিতে, প্রিয়ে, অবজ্ঞা করিয়া . কিন্তু তব মানমুখে শুনি কর্ণে যদি মম কৰ্ম্মজাত খেদ, কি যেন কি হৃদে বাজে মোর শেলসম, পারি না সহিতে । দেব-অপদেব-অসুর-তাড়নে ধর