পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిరిం রাঘব-বিজয় কাব্য । SAASASAAAAASA SAASAASSAAAASA SAASAASSAAAASSSS S S যশঃ, বীর্য, তেজঃ, মোর আজি এতদিনে ? অথবা কি মোহবশে তাজিলি সমর ? কিংবা উপস্কৃত হয়ে, নর-অর্থ-লোভে এ অনর্থ আজি তুই ঘটাইলি লোভা ? কিছু নাহি বুঝি আমি। কহ শীঘ্ৰ, কোন্‌ হেতু রক্ষেযশোভাতি তুই নিবাইলি আজি ? নতুবা এ দণ্ডাঘাতে এই দণ্ডে তোর, হবে সমুচিত শাস্তি পৌলস্তোর করে।” লাজে খেদে রথিবর ছলছলআঁখি উক্তরিলা করজোড়ে—“এত দীর্ঘকাল সেবিলু তোমারে, রক্ষেন্দ্র, শুনিতে কি এই ভাষা ? লঙ্কেশ-সারথি, আতঙ্ক কতু জানে না জীবনে। নহে ভয়, নহে মোহ, নহে অৰ্থলোভে, ছাড়িয়াছি রণভূমি,—ক্ষণেকের তরে। তুমি মূৰ্চ্চাগত, নাথ, বিকলাঙ্গ হয়দ্বয় ; উচিত কি হেনকালে সম্মুখসমর ? তব হিততরে, এ সারথা করিন্তু সজ্ঞানে । তাহে এই পুরস্কার ? দেশ, কাল, দৈন্ত, হর্ষ, লক্ষণ, ইঙ্গিত; উপযান, অপমান,