পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ সর্গ। రిషి মুর্থ মহামূৰ্খ তুই; জানি নিশ্চয় সেই সাধ মূঢ় তোর কভু না পূরিবে। হা শঙ্কর, হায় রাম করুণানিধান, হা বিধাতঃ”—বলিতে বলিতে রাণী মূৰ্ছগতা হয়ে অক্ষিপত্র সহসা মুদিলা ; রুদ্ধ শ্বাস ; ঢলিয়া পড়িলা সতী পতিবক্ষ-পরে, সংজ্ঞাহীন ; প্রদোষসময়ে পড়ে যথা, রঞ্জিত-বারিদ-বক্ষে স্নান সৌদামিনী । কিন্তু হায়, এই রোদনের ধ্বনি, মৰ্ম্মভেদী এ বিলাপ, উড়াইল৷ আশুগতি অনন্ত আকাশে, লক্ষাহীন ; সিন্ধুগত্ত্বে মজ্জমান বিপন্ন জনের দীন আৰ্ত্তনাদ যথা উড়ায় ঝটিকা, নির্দয় । দুরে নিজ গুল্মস্থলে, দুঃখী পরদুঃখে রঘুনাথ, আৰ্দ্দনেত্রে মিত্র বরে কহিলা সম্ভাষি—“ঐ দেখ, রাক্ষসপুঙ্গব নৈকষেয়, কাদিছেন মহিষী কেমন, অধীর এ মহাশোকে করুণা যেন বা মূৰ্ত্তিমতী, স্বয়ং এ পুরে আসি 를