পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘক-বিজয় কাৰ্য অতি দীনভাবে ক্ষণ রহিল চাহিয়া । আদর্শন হ'লে, গভীর নিশ্বাস ছাড়ি ভাবিতে লাগিলা বাস আত্মহারা হয়ে । “হায়, এ বিষম ভ্রম কেমনে নিবারি ? কিছুতেই বদ্ধনেত্র খুলবে না আর ? কতবার কহিলাম এ সরল কথা ; আচার্য বিচার কার নানা শাস্ত্র খুলি কতবার শুনাচল অব্যৰ্থ বারতা ; সারণ, সুপাশ্ব, শুক, সচিবপ্রধান বারবার বুঝাইল বিবিধ বচনে ; তবুও এ ঘোর মোই ঘুচিবে না তার! অগ্নিমূৰ্ত্তি হয়ে যেন আছেন সতত। দণ্ডেক না পাঠ সঙ্গ । নাহি অন্তজ্ঞান, কেবল সমর শুধু হইয়াছে সার ; একমাত্র আলোচনা। গেল যে সকল । হায় ; ক্রমে লঙ্কাপুরী হ’ল যে শ্মশান ঘোর ;–কে বুঝাবে তারে ? সহে না এ প্রাণে আর । দিবানিশি দহিছে হৃদয় । অগ্নিদগ্ধ ঘন যথা নীরধারারূপে, গলে ধরাতলে শীত-অনিল-পরশে ; হায়—