এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় সৰ্গ । 8ළු এতক্ষণ রক্ষোনাথে কত যে সাধিনু, বিফল হইল সব । আপনি বুঝি বা লাইবেন রণে আজি । ইন্দ্রজিৎ ফিরি এখনো অ’সেনি বৎস রণক্ষেত্ৰ হ'তে । অদ্য চতুর্দশী, পক্ষ অস্ত-প্রায় হ'ল। কি আছে ললাটে, হায়, বুঝব কেমনে । কি মহা-উল্লাস রণে ! পারি না বুঝিতে। ক্ষণে ক্ষণে ধ্বনিতেছে মৰ্ম্মভেদী নাদ দুষ্ট দলে ; লঙ্কাপুরী হ’তেছে কম্পিত ; আর এই মন্দভাগ্য-মন্দোদরী-হিয়া । গিয়াছিলা অশোক-কাননে আজি ? কহ, কি কহিলা দেবী ?” শিহরিলা সুধামুখী । “ইন্দ্রজিৎ রণে গিয়াছে কি চলি ?” প্রশ্ন আসিল রসনামূলে। নিবারি তাহারে চাপিয়া হৃদয়ে কথা, উত্তরিলা ধীরে ; বারিপূর্ণ কুস্ত যথা আঘাতিলে কেহ, চাপি অন্তরের ব্যথা রবে রুদ্ধস্বরে । “এখনি আসিছি, দিদি, দেবীর সকাশ অশোক-কানন হ'তে। বড়ই অধীর আজি হেরিনু তাহারে । কভু হেরি নাই