পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ'ኳ প্লাজমোহনের স্ত্রী কনক আগ স্তুককে লক্ষা করিয়া বলিল, ওর দুঃখের কথা আর বলে; ন। হতভাগিনীকে গুর স্বামী ঘর থেকে বের করে দিয়েছে, BBB S BBB BB DHBS BB BBB SBBB S BBBBS

  • Z丐亭日以

সুকীর মা বলিল, আরে ছ্যাঁ, এতেষ্ট কান্না ! ( স্বামীঙ্গীতে সকালে ঝগড়া করে, সন্ধ্যেয় আবার তাদের মিল হয়—এ তে সবাই জানে । এখন তার রাগ আছে, রাগ পড়লেই সে সেপে তোমাকে ধরে নিয়ে সালে। ছিঃ না, এর জন্স কান্না কেন ? জানিস কনক, আমার জামাই মৃথন শ্বশুর-ধর করতে আসে, এমন একটা রাত যায় ন; স্থন আমার মেয়ের সঙ্গে সে ঝগড়া করে না । কিন্তু তাতে কি, তাই বলে, আমার মেয়েকে সে কোন ও স্বামীর চাইতে কম ভালবাসে না । এই গেলে বুধবারের কথাই ধর । জামাই তো এল চমৎকার একট। সোনার নাথ নিয়ে -—এমন নথ, তোকে কি বলব কনক কনক কিন্তু সুকীর মারের জামায়ের মিষ্টি স্বভাবের পরিচয় সম্পূর্ণ করিতে দিল না, সে মাঝখানেই বলিয়া উঠিল, যা বলেছ ঠিক স্বকীর ম, কিন্তু এ আলাদা ব্যাপার। রাজদ। আর একটা মেয়েকে বিয়ে করতে চায়-সেই যে জঙ্গলবেড়ে থেকে সম্বন্ধ এসেছিল সেক্ট মেয়ে । এখন বুঝতেই পারছ, একে বার বার এমনভাবে যন্ত্রণ সে দিচ্ছে কেন । এ আর স্বামীর ঘর করতে যাবে না, স্বকীর মা। আর এমনভাবে কারও যাওয়া উচিতও নয়। সেখানে গেলে অপমান আর দুৰ্ব্বাক্য ছাড় আর কিই বা জুটবে ? এর জন্যে ফিরে যাবে ও ! আবার এদিকে কোথায় যে যাবে তারও ঠিক নেই—হতভাগীর বাপের বাড়ি কাছে হ’লেও বা কথা ছিল, তারা তো আর ঠেলতে পারত না । সহৃদয়৷ বৃদ্ধ বলিয়া উঠিল, পোড়া কপালই বটে। তুই ঠিকই বলেছিস কনক, এমন হ’লে কিছুতেই আর ওর ফিরে যাওয়া উচিত নয় ।